ছিনতাইকারীর হাতে কলেজছাত্র নিহতের ঘটনায় মানববন্ধন

টঙ্গী গাজীপুর প্রতিনিধি
১১ জুলাই ২০২৫, ১২:৫৩
শেয়ার :
ছিনতাইকারীর হাতে কলেজছাত্র নিহতের ঘটনায় মানববন্ধন

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর হাতে কলেজ ছাত্র মাহফুজুর রহমান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টঙ্গীর যুবসমাজের ব্যানারে স্থানীয় ছাত্র জনতা। 

আজ শুক্রবার সকাল ১০টায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেট এলাকার শফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। 

কর্মসূচিতে ছাত্র জনতার ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, ‘টঙ্গীতে একের পর এক ছিনতাইয়ের ঘটনায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের প্রাণহানি ঘটছে। অনেকে ছিনতাইকারীদের কবলে পড়ে সহায় সম্বল হারিয়েছেন। ছিনতাইকারীদের আঘাতে অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, বিশেষ করে গত বুধবার রাত দেড়টায় টঙ্গী বাজার ফ্লাইওভার থেকে নামার সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মাহফুজুর রহমান (২১) নামে এক কলেজ ছাত্রের নিহতর ঘটনায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে- আর কত প্রাণহানি হলে টঙ্গীর ছিনতাই বন্ধ হবে?’

মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়া টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন বলেন, ‘আমরা প্রতিনিয়ত আতঙ্কে থাকি কখন ছিনতাইকারীরা আমার ওপর আপনার ওপর আক্রমণ করবে। চোখের সামনে ছিনতাইকারীরা ঘুরে বেড়ায় প্রশাসন তাদের ধরতে পারে না, বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে।’

অনতিবিলম্বে এ ধরনের দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি। 

এদিন অন্যান্য বক্তারা বলেন, ‘২৪ এর গণঅভ্যুত্থানে আমরা দেশ নতুন করে স্বাধীন করেছি। কিন্তু আমরা টঙ্গীবাসী ছিনতাইকারীদের ভয়ে সেই স্বাধীনতা উপভোগ করতে পারছি না। টঙ্গীতে উদ্বেগজনক হারে ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পেলেও প্রশাসনের ভূমিকা হতাশাব্যঞ্জক। একের পর এক প্রাণহানির ঘটনা ঘটলেও পুলিশ প্রকৃত দোষীদেরকে গ্রেপ্তার করতে পারছে না।’ 

এ সময় তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘অনতিবিলম্বে মাহফুজ হত্যাকারীদেরকে গ্রেপ্তার করতে না পারলে আমরা টঙ্গীর যুব সমাজ ও ছাত্র জনতা বৃহত্তর কর্মসূচির ডাক দেব।’

কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন সময় ছিনতাইকারীদের কবলে পড়া ভুক্তভোগীরা। এসময় তারা দাবি করেন, শুধু মাহফুজুর রহমানের হত্যাকাণ্ড নয়, ইতোপূর্বে ছিনতাইকারীদের কবলে পড়ে যতগুলো ঘটনা ঘটেছে প্রতিটা ঘটনার সঙ্গে জড়িতদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

উল্লেখ্য, গত বুধবার টঙ্গী বাজার এলাকায় মাহফুজুর রহমান (২১) নামে এক কলেজ ছাত্র ছিনতাইকারীদের কবলে পড়ে নিহত হন।