ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগ চরমে
টানা কয়েক দিনের ভারী বর্ষণে সড়কে তৈরি হওয়া খানাখন্দের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে সরাইল পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের প্রায় ২০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও চালকরা।
আজ শুক্রবার সকাল থেকে আশুগঞ্জ গোলচত্বর, সরাইল বিশ্বরোড (কুট্টাপাড়া মোড়) হয়ে শাহবাজপুর পর্যন্ত এ দীর্ঘ যানজট ছড়িয়ে পড়ে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়ক চার লেনে উন্নীতকরণ কাজের জন্য সড়ক সরু হয়ে গেছে। তার ওপর আশুগঞ্জ ও বিশ্বরোড মোড়ে গভীর গর্ত তৈরি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এসব মোড়ে সঠিক ব্যবস্থাপনা না থাকায় যানজট আরও তীব্র হয়েছে।
পরিবহন যাত্রী ও চালকেরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর এবং সরাইল বিশ্বরোড এলাকায় মহাসড়কে খানাখন্দে কারণে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত থেমে থেমে যানবাহনগুলো চলাচল করছে। দীর্ঘদিন ধরে সড়কটির নাজুক পরিস্থিতির কারণে প্রায়ই এখানে তীব্র যানজট লেগে থাকে। কোথাও কোথাও গভীর গর্তের কারণে থমকে যাচ্ছে যানবাহনের চাকা। এতে করে ভোগান্তি বেড়েছে।
ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত এই যানজট ছিল ১৫ কিলোমিটার জুড়ে। আজ সকালে এই যানজট ভয়াবহতায় রূপ নেয়। তবে যানজট আরও বাড়বে।
ওসি মামুন রহমান বলেন, ‘সকাল থেকে গাড়ি শুধু ঢাকার উদ্দেশে ছাড়ছি। সিলেট লাইন বন্ধ হয়ে আছে। মহাসড়কের খারাপ অবস্থা ও ড্রাইভারদের অসচেতনতার অভাবে যানজটের কোনো উন্নতি হচ্ছে না। ট্রাফিক পুলিশসহ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের দল যানজট নিরসনে চেষ্টা করে যাচ্ছি।’