সুজানগরে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১০ নেতাকর্মী বহিষ্কার

অনলাইন ডেস্ক
১১ জুলাই ২০২৫, ১১:৩৫
শেয়ার :
সুজানগরে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১০ নেতাকর্মী বহিষ্কার

পাবনার সুজানগর উপজেলায় সাম্প্রতিক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংঘর্ষে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই বহিষ্কারাদেশ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব রউফ শেখ, ছাত্রদল নেতা শেখ কাউছার, যুবদল নেতা মনজেদ শেখ, সুজানগর পৌর বিএনপি’র ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর খা, সুজানগর উপজেলা বিএনপি’র সাবেক সদস্য কামাল শেখ, পৌর যুবদল সদস্য মানিক খা, সুজানগর এনএ কলেজ শাখার সভাপতি শাকিল খা, সুজানগর পৌর ৬ নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি রুহুল খা, বিএনপি কর্মী লেবু খা, যুবদল কর্মী হালিম শেখ। 

দলীয় সূত্র জানায়, তাদের বিরুদ্ধে প্রাথমিক সদস্যপদসহ সকল ধরনের দলীয় দায়িত্ব ও পদ থেকে বহিষ্কারাদেশ কার্যকর হয়েছে।

এদিকে সংঘর্ষে জড়িত থাকা মোলাম খা ও সুরুজের নামও উঠে এসেছে।

তাদের সকলের বিষয়ে বিএনপি এই বিবৃতিতে স্পষ্টভাবে জানিয়েছে, এরা কেউ বিএনপি কিংবা এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য নন। দল বলেছে, এদের সঙ্গে বিএনপির কোনো ধরনের যোগাযোগ বা সংশ্লিষ্টতা নেই।

এক বিবৃতিতে বিএনপি আরও জানিয়েছে, যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হবে কিংবা এইসব অপরাধীদের সঙ্গে যোগাযোগ রাখবে, তাদের বিরুদ্ধেও ভবিষ্যতে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপি নেতৃত্ব এক্ষেত্রে দলীয় ভাবমূর্তি রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল থাকার কথা পুনর্ব্যক্ত করেছে।