জমি সংক্রান্ত বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ঢামেক প্রতিবেদক
১১ জুলাই ২০২৫, ০৮:৫১
শেয়ার :
জমি সংক্রান্ত বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মুন্সিগঞ্জের সিরাজদীখানে সাহেব আলী নামে এক ব্যবসায়ীকে প্রতিবেশি সপনসহ তার লোকজনরা কুপিয়ে হত্যা করেছেন। অভিযোগ নিহতের পরিবারের। 

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মদিনা নগর মসজিদে পাশে এ ঘটনা ঘটে। 

জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান নিহতের ছেলে সোহাগ শেখ। 

তিনি জানান, আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে রাত সোয়া ১২টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এদিকে মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাড়ির উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ।