সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, এক পরিবারের দগ্ধ ৫

ঢামেক প্রতিবেদক
১১ জুলাই ২০২৫, ০৮:৫০
শেয়ার :
সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, এক পরিবারের দগ্ধ ৫

রাজধানীর সূত্রাপুরের কাগজিটোলা এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় এক পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে। 

দগ্ধদের উদ্ধার করে আজ শুক্রবার ভোররাতের দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। 

দগ্ধরা হলেন- ভ্যানচালক রিপন (৩৫), তার স্ত্রী চাঁদনী (২৮), তাদের তিন সন্তান- রোকন (১৪), তামিম (২২) ও আয়েশা (১)। রিপন পটুয়াখালী রাঙ্গাবালী সামুদাবাদ গ্রামের বাসিন্দা। 

দগ্ধ চাঁদনীর মামা জাকির হোসেন বলেন, একটি বাড়ির নীচ তলায় এক রুমে পরিবার নিয়ে ভাড়া থাকতো রিপন। রাতে ঘুমিয়ে পড়লে যে কোনভাবে ঘরে জমে থাকা গ্যাস থেকে আগুন লাগে। এতে তারা পাঁচজন দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রিপনের শরীরের ৬০ শতাংশ, চাঁদনীর ৪৫ শতাংশ, তামীমের ৪২ শতাংশ, রোকনের ৬০ শতাংশ এবং শিশু আয়শার ৬৩ শতাংশ পুড়ে গেছে। 

বর্তমানে পরিবারের সবাই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।