পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
১০ জুলাই ২০২৫, ২২:৪০
শেয়ার :
পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ফেল করায় কীটনাশক পান করে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। ওই শিক্ষার্থীর নাম মীম ইসলাম (১৬)।

মীম বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের কে কে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং একই ইউনিয়নের বাহেরচর ক্ষুদ্রকাঠী গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই বিদ্যালয়ের শিক্ষক আজিজুল ইসলাম।

জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুর ২টায় এসএসসি পরিক্ষা-২০২৫ এর ফলাফল ঘোষণা করা হয়। এতে নিজের অকৃতকার্যের খবর জানতে পেরে মীম ইসলাম হতাশাগ্রস্ত হয়ে পড়ে। পরে বেলা সাড়ে ৩ টার দিকে ঘরে থাকা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মীম ইসলামকে মৃত ঘোষণা করেন।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র সরকার বলেন, ‘কীটনাশক পানে মৃত্যুর ঘটনা শুনেছি। বিষয়টি দুঃখজনক। যেহেতু সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেছে, সেহেতু আমাদের থানায় কোনো অপমৃত্যু মামলা হবে না।’