কুষ্টিয়ার পুলিশ সুপারের সঙ্গে প্রত্যয় যুব সংঘের বৈঠক

বিনোদন প্রতিবেদক
১০ জুলাই ২০২৫, ১৭:৪৫
শেয়ার :
কুষ্টিয়ার পুলিশ সুপারের সঙ্গে প্রত্যয় যুব সংঘের বৈঠক

বাংলা সিনেমার বরেণ্য অভিনেতা আহমেদ শরীফ। এক সময় পর্দায় সরব থাকলেও বর্তমানে অভিনয় থেকে অনেকটাই দুরে আছেন তিনি। পরিবার নিয়ে বসবাস করছেন সুদূর যুক্তরাষ্ট্রে। তবে মাঝে মধ্যেই দেশে আসেন। ব্যক্তিগত কাজের পাশাপাশি নিজ হাতে গড়া সামাজিক সংগঠন প্রত্যয় যুব সংঘের নানামুখী কার্যক্রমে অংশ নেন।

তারই ধারাবাহিকতায় গতকাল বুধবার দুপুরে কুষ্টিয়ার পুলিশ লাইনের পুলিশ সুপার মিজানুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কিংবদন্তি এই অভিনেতা। এসময় তার সঙ্গে ছিলেন প্রত্যয় যুব সংঘের সভাপতি এসএম সুমন, নির্বাহী সদস্য তাজবীর হোসেন, সদস্য সাব্বির হোসেন সানি, সিহাব, মারুফসহ অনেকে।

বৈঠকে পুলিশ সুপার বাল্যবিবাহ, আত্মহত্যা, মাদক, কিশোর অপরাধ প্রতিরোধসহ সমাজের সকল অসংগতির বিরুদ্ধে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।