১২ দিন গ্যাসহীন আমিনবাজার, বিপাকে দেড় লক্ষাধিক মানুষ

সাভার প্রতিনিধি
১০ জুলাই ২০২৫, ১৫:৫৭
শেয়ার :
১২ দিন গ্যাসহীন আমিনবাজার, বিপাকে দেড় লক্ষাধিক মানুষ

সাভারের আমিনবাজার এলাকায় ১২ দিন ধরে গ্যাস সংযোগ নেই। এতে করে দুর্বিষহ হয়ে উঠেছে অন্তত ২২টি গ্রামের প্রায় দেড় লক্ষাধিক মানুষের জীবন। রান্নার গ্যাস না থাকায় খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন অনেকে। এছাড়া গ্যাস সংকটে বন্ধ রয়েছে স্থানীয় সিএনজি ফিলিং স্টেশন, এতে বিপাকে পড়েছেন পরিবহন শ্রমিকরাও।

স্থানীয়রা জানান, ১২ দিন আগে আমিনবাজারে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির একটি সঞ্চালন লাইনে গ্যাস লিকেজ থেকে আগুন লাগে। নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ওই লাইনটি বিচ্ছিন্ন করে দেয় কর্তৃপক্ষ।

এর প্রভাবে আমিনবাজার ও আশপাশের অন্তত ১০টি গ্রামের আবাসিক সংযোগ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। এতে সাধারণ মানুষের জনজীবন চরমভাবে ব্যাহত হচ্ছে।

এলাকা ঘুরে দেখা গেছে, কেউ কেউ বাধ্য হয়ে লাকড়ির চুলায় রান্না করছেন, কেউ আবার প্রতিদিন হোটেল বা রেস্তোরাঁয় খাবার খেতে বাধ্য হচ্ছেন।

এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশনের জরুরি গ্যাস নিয়ন্ত্রণ শাখার ব্যবস্থাপক প্রকৌশলী রিফাত আবদুল্লাহ বলেন, ‘আমরা দ্রুততম সময়ের মধ্যে সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছি। গ্রাহকদের দুর্ভোগ লাঘবে তিতাসের টিম মাঠে রয়েছে।’