নাঙ্গলকোটে সাপের ছোবলে মৃত্যু
কুমিল্লার নাঙ্গলকোটে বিষাক্ত সাপের ছোবলে নাসির উদ্দিন ফকির (৫৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় মৌকরা ইউনিয়নের আলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তি আলিয়ারা গ্রামের মোখলেছুর রহমানের বড় ছেলে ।
জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যায় নাসির উদ্দিন ফকির বাড়ির পাশের একটি জলাশয়ে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। কিছুক্ষণের মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন।
একপর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক জানান হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।