‘সেদিন আমি একাই কেঁদেছি’

বিনোদন প্রতিবেদক
১০ জুলাই ২০২৫, ১২:২২
শেয়ার :
‘সেদিন আমি একাই কেঁদেছি’

টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’র ইভা চরিত্রটি তাকে এনে দিয়েছে দর্শকপ্রিয়তা। এতে তিনি একজন নাচের শিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন। বাস্তব জীবনেও তাই।

তবে ‘ব্যাচেলর পয়েন্ট’র নতুন সিজনে অভিনয় করেননি পারসা ইভানা। কারণ বর্তমানে অভিনেত্রী অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। আর যেখানে ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’তে শিখছেন অভিনয়। ধারাবাহিকের নতুন সিজনে থাকতে না পারার আক্ষেপ ফুটে উঠেছে এই অভিনেত্রীর কণ্ঠে।

পারসা বলেন, ‘ইভা চরিত্রটি আমার আত্মার কাছের। আমি আমার মধ্যে ইভাকে দেখতে পাই। এবারের “ব্যাচেলর পয়েন্ট”-এ আমি নেই, এতে অবশ্যই আমার খারাপ লাগা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমার মনে আছে, যেদিন সংবাদ সম্মেলন হয়, সেদিন আমি একাই কেঁদেছি। খুব খারাপ লাগছিল, সবাই ছিল শুধু আমি ছিলাম না। তবে আমি তাদের জন্য খুশি। কোনো কিছুই কারও জন্য থেমে থাকে না। আমি চাই প্রতিটি টিম মেম্বার এগিয়ে যাক। মাঝে মাঝে অন্যদের ভালো দেখতেও অন্য রকম অনুভূতি হয়। সবার হয় কিনা জানি না, আমার ভালো লাগে।’

পারসা জানান, যুক্তরাষ্ট্রে তিনি অভিনয় শিক্ষার পাশাপাশি ‘ড্যান্স সামার ইনটেনসিটি’ নামের একটি নাচের কোর্সও করছেন। সব ঠিক থাকলে আগস্টে দেশে ফিরবেন তিনি।