মিটফোর্ডে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
পুরান ঢাকায় তামার তারের ব্যবসায়ীক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মো. সোহাগ নামে এক যুবককে কুপিয়ে ও পাথর দিয়ে মাথা থেতলে হত্যা করেছে দৃর্বৃত্তরা। আজ বুধবার বিকেলে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে প্রকাশ্যে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঈন ও জনি নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা সূত্রে গেছে, নিহত সোহাগ মিটফোর্ড এলাকায় তামার তারের ব্যবসা করতেন। ওই ব্যবসার আধিপত্য নিয়ে সোহাগ গ্রুপ ও মঈন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্ধ চলছিল। বুধবার বিকেলে মঈন গ্রুপের সদস্যরা সোহাগকে প্রকাশে কুপিয়ে ও পাথর দিয়ে আঘাত করে মাথা থেতলে হত্যার পর অর্ধনগ্ন অবস্থায় ফেলে যায়।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সময় মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে ওই যুবককে পিটিয়ে ও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
তিনি বলেন, তদন্তের পর কী নিয়ে এই সংঘর্ষ এবং হত্যাকাণ্ডে কারা জড়িত তা জানা যাবে। এ ঘটনায় সন্দেহভাজন দুই যুবককে আটক করে পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেছে স্থানীয় বাসিন্দারা। ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।