রূপগঞ্জে ব্যবসায়ীকে গুলি করে হত্যা মামলার পলাতক আসামি রাসেল গ্রেপ্তার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গতকাল মঙ্গলবার বিকেলে ছাত্রলীগ নেতা খোকাকে ছাড়িয়ে নিতে এসে ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবুর এলোপাতাড়ি গুলি বর্ষণে মামুন ভূইয়া (৩৫) নামে একজন ব্যাবসায়ী গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ওই দিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত মামুনের ভাই বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
এদিকে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদেরকে গ্রেপ্তারের জন্যে র্যাব-১১-এর একটি আভিযানিক দল ঘটনার পরপরই গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি গত সোমবার দিবাগত রাতে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার রেলস্টেশন এলাকা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি রাসেল ফকিরকে (২৫) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি রাসেল ফকিরকে (২৫) পরবর্তী আইনানুগ কার্যক্রম এর জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বুধবার সকালে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাসেলকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন র্যাব-১১ এর সিপিএসসি কোম্পানি কমান্ডার মেজর মো. সোহেল আহমদ।