আন্তর্জাতিক দুই উৎসবে আবু শাহেদ ইমনের সিনেমা
জাপানে সিনেমার শুটিং সেটে অভিনয়শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে আবু শাহেদ ইমন
‘জালালের গল্প’খ্যাত নির্মাতা আবু শাহেদ ইমনের জাপানিজ ভাষার স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘টেনেমেন্ট অব সিক্রেট টক’ নির্বাচিত হয়েছে এশিয়ার দুটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে। একটি জাপানের কারাতসু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, অন্যটি ভারতের ৮ম সাউথ এশিয়ান শর্টফিল্ম ফেস্টিভ্যাল (এসএএসএফএফ)।
গতকাল মঙ্গলবার পর্দা উঠেছে কারাতসু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের। চলবে ১৩ জুলাই পর্যন্ত। এই উৎসবের প্রতিযোগিতা বিভাগে মনোনীত পাঁচটি স্বল্পদৈর্ঘ্য সিনেমার একটি ‘টেনেমেন্ট অব সিক্রেট টক’। চলতি বছর জমাকৃত ৩৩১টি সিনেমার (যার মধ্যে ৩৩টি দেশের ১১১টি আন্তর্জাতিক চলচ্চিত্র অন্তর্ভুক্ত) মধ্য থেকে এই পাঁচটি নির্বাচিত হয়েছে। অন্য চারটি সিনেমা হলো নির্মাতা ওগা এইসুকের ‘রিটেক’, চিতারা রিওর ‘দ্য ডিগিং উইম্যান’, এগুচি তাকাহিরোর ‘রোডসাইড’ ও তাকেদা আকারির ‘লুকিং ফর মিডনাইট’।
জাপানের মর্যাদাপূর্ণ এই উৎসব আয়োজন করেছে কারাতসু কালচার কমিশন, যারা শহরটির প্রথম আধুনিক সিনেমা হল থিয়েটার এনিয়াকে কেন্দ্র করে চলচ্চিত্র ও সংস্কৃতিবিষয়ক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। উৎসবের পুরস্কার ঘোষণা করা হবে ১৩ জুলাই সমাপনী অনুষ্ঠানে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
একই সময়ে টেনেমেন্ট অব সিক্রেট টক নির্বাচিত হয়েছে সাউথ এশিয়ান শর্টফিল্ম ফেস্টিভ্যালের আন্তর্জাতিক শর্ট ফিকশন বিভাগে। গত সোমবার কলকাতার নন্দন ফিল্ম সেন্টারে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ১৩ জুলাই পর্যন্ত। আয়োজন করেছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়া।
নির্মাতা আবু শাহেদ ইমন বলেন, ‘জাপানের চলচ্চিত্র ঐতিহ্যের কেন্দ্রে একটি আন্তর্জাতিক টিমের সঙ্গে এই ছবি (টেনেমেন্ট অব সিক্রেট টক) নির্মাণ করা ছিল অসাধারণ এক অভিজ্ঞতা। এটি বিভিন্ন ভাষা ও সংস্কৃতির দর্শকের মনে সাড়া ফেলছে- বিষয়টি আমার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
জানা যায়, স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি নির্মিত হয়েছে কিয়োটো ফিল্মমেকারস ল্যাব প্রজেক্টের অংশ হিসেবে। সহায়তায় ছিল কিয়োটো হিস্টোরিকা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল। চিত্রায়ন হয়েছে জাপানের বিখ্যাত শোচিকু স্টুডিওতে, যা জাপানের ইতিহাসভিত্তিক চলচ্চিত্রের আঁতুরঘর।
টেনেমেন্ট অব সিক্রেট টক’র গল্প এডো যুগের প্রেক্ষিত রচনা করে নির্মিত, যেখানে ঐতিহাসিক আবহ, আবেগ ও চিত্রভাষার এক চমৎকার মেলবন্ধন ঘটেছে। এর আগেও ইমনের এই সিনেমা জাপানি দর্শকের কাছে প্রশংসিত হয়েছে। গত ফেব্রুয়ারিতে কুমাগায়া একিমে শর্টফিল্ম ফেস্টিভ্যালে এটি এক্সিলেন্স অ্যাওয়ার্ডও জিতেছে।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’