টানা বৃষ্টিতে খানাখন্দে অচল দুই মহাসড়ক

সাভার প্রতিনিধি
০৯ জুলাই ২০২৫, ১১:৫২
শেয়ার :
টানা বৃষ্টিতে খানাখন্দে অচল দুই মহাসড়ক

টানা বৃষ্টিতে খানাখন্দ ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ চলায় রাজধানীর অদূরে সাভারে নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক কার্যত অচল হয়ে পড়েছে। এতে ওই মহাসড়ক দুটিতে দেখা দিয়েছে তীব্র যানজট। ফলে অসহনীয় ভোগান্তির মুখে পড়েছেন সড়ক ব্যবহারকারীরা।

বিষয়টা নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিওয়ানের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান। তিনি জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের কারণে এমনিতেই মহাসড়ক জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। এর মধ্যে টানা বৃষ্টিতে সড়কে মারাত্মক খানাখন্দের সৃষ্টি হওয়ায় পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। এতে করে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হচ্ছে সড়ক ব্যবহারকারীদের।

আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া জানান, মহাসড়কে স্থবিরতার কারণে ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের দাবি, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ প্রকল্প সংশ্লিষ্টদের অবহেলা এবং সড়ক ও জনপথ বিভাগের গাফিলতির কারণে দীর্ঘদিন ধরেই অচলাবস্থা বিরাজ করছে।তার ওপরে টানা বৃষ্টি পরিস্থিতিকে আরও দুর্বিষহ করে তুলেছে।

উত্তরবঙ্গের বগুড়া থেকে কারওয়ান বাজারের উদ্দেশে রওনা করে আসা ট্রাকচালক ইদ্রিস আলী জানান, ভোররাতে তাদের ঢাকায় মালামাল খালাস করে ফেরার প্রস্তুতি থাকলেও এখনো কাঁচামাল নিয়ে বাইপাইলে আটকে আছেন।সময়মতো বাজার ধরতে না পারায় কাঁচামালে পচন ধরেছে‌। এতে স্বাভাবিকভাবে অর্থনৈতিকভাবে লোকসানের সম্মুখীন হবেন বলে জানান তিনি। 

জানতে চাইলে হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিওয়ানের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত জনবল নিয়োগ করেও হিমশিম খেতে হচ্ছে। কারণ, খানাখন্দে প্রায়শই মহাসড়কের ভারী যানবাহন উল্টে যাচ্ছে কিংবা বিকল হয়ে যাচ্ছে।এর ফলে কার্যত দীর্ঘ সময় মহাসড়কজুড়ে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।