স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতাকে গ্রেপ্তার করল র্যাব
গাজীপুর মহানগরের পুবাইল থেকে টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথীকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব। আজ মঙ্গলবার ১২টার দিকে গাজীপুর মহানগরের পুবাইলের পদ হারবাইদ এলাকায় পুবাইল থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাজিব মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা।
গ্রেপ্তার সিরাজুল ইসলাম সাথী টঙ্গীর উত্তর আরিচপুর গাজী বাড়ী পুকুরপাড় এলাকার বাসিন্দা।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ‘র্যাব-১ এর সদস্যরা টঙ্গী পূর্ব থানার স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা সিরাজুল ইসলাম সাথীকে গ্রেপ্তার করে আমাদের থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
উল্লেখ্য, গত রবিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বার্তার মাধ্যমে জানানো হয়, চাঁদা দাবিসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি,আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের অভিযোগে গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু,গাজীপুর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লা, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন (জিএস স্বপন) এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথীকে প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। একই দিন দুপুর দুইটার দিকে আরেক বহিষ্কৃত নেতা জিয়াউল হাসান স্বপনকে (জিএস স্বপন) টঙ্গী দত্তপাড়া থেকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।