কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জুলাই ২০২৫, ১৭:৫৮
শেয়ার :
কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, নিহত ১১

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত ১১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। দেশটিতে গণতন্ত্রপন্থী বিক্ষোভের ৩৫তম বার্ষিকীতে এই ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সে এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, রাজধানী নাইরোবিতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালিয়েছে। পুলিশ জানিয়েছে, সর্বশেষ এই সরকারবিরোধী বিক্ষোভে দেশজুড়ে ১১ জন নিহত হয়েছে।  

গত মাসে পুলিশ হেফাজতে ব্লগার আলবার্ট ওজওয়াংয়ের মৃত্যুর পর বিক্ষোভ নতুন করে তীব্রতা পায়। সরকারের প্রতি ক্ষোভ থেকে শত শত মানুষ রাস্তায় নেমে আসে।

কাংগেমির ইগল নার্সিং হোম জানিয়েছে, আহত অবস্থায় ছয়জনকে ভর্তি করা হয়, যাদের মধ্যে দুইজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। কেনিয়াট্টা ন্যাশনাল হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, তারা ২৪ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দিচ্ছেন।