খাল থেকে যুবলীগ নেতার বস্তাবন্দী মরদেহ উদ্ধার
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও সাবেক উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন দূর্জয় ওরফে কামাল মেম্বারের জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার একদিন পর আজ মঙ্গলবার দুপুরে একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাত আনুমানিক ১১টার দিকে কামাল মেম্বার বাসা থেকে বের হন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং পরিবারের লোকজন আর তার কোনো খোঁজ পাননি। রাতভর সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। বিষয়টি রাতেই স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়।
আজ দুপুর ১টার দিকে স্থানীয়রা জালিয়াপালং ইউনিয়নের একটি খালে ভেসে থাকা মরদেহ দেখতে পান। খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং তা কামাল মেম্বারের বলে শনাক্ত করে।
জালিয়াপালং ইউনিয়ন ও উখিয়া থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত না হলেও এলাকাবাসীর মধ্যে এটি নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
এদিকে, ইউপি সদস্য কামাল মেম্বারের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাজনৈতিক অঙ্গনেও বইছে শোকের স্রোত। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। অনেকে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছে।
ইনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দুর্জয় সরকার জানান, হত্যার বিষয়টি তদন্তে কাজ শুরু করেছে পুলিশ। মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।