এবার নিশোর ‘দম’
আফরান নিশো ও রেদওয়ান রনি- দুজনেই মিডিয়ার পুরোনো মুখ, কিন্তু এবারই প্রথম একসঙ্গে কাজ করছেন, তাও বড় পর্দায়। রনির পরিচালনায় আসছে নতুন সিনেমা ‘দম’। সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি এই সার্ভাইভাল-ইনস্পিরেশনাল থ্রিলার মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে থাকছেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী।
নিশো বলেন, ‘এ ধরনের গল্প দেশে আগে হয়নি। পারফরম্যান্স বেইজড চরিত্র, অনেক লেয়ার আছে- যা অভিনয়প্রেমীদের জন্য দারুণ চ্যালেঞ্জিং।’
নির্মাতা রেদওয়ান রনি জানান, ‘দম’ একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প। এমন শক্তিশালী গল্পের খোঁজে অনেক দিন ধরে ছিলাম।’
তিনি আরও বলেন, চঞ্চল চৌধুরীও থাকছেন সিনেমাটিতে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
চঞ্চল নিজেও দারুণ রোমাঞ্চিত, ‘রনির সিনেমায় ফিরছে এটা আনন্দের। দারুণ একটা গল্প, নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে।’
নারী চরিত্র, শুটিং লোকেশন ও অন্যান্য ডিটেলস নিয়ে দর্শকদের কৌতূহল থাকলেও নির্মাতা জানান, সব কিছুই দ্রুত জানানো হবে।
‘দম’ সিনেমাটি প্রযোজনা করছে চরকি ও এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘সুড়ঙ্গ, দাগি, তুফান’র পর দর্শকদের প্রত্যাশা পূরণে এটা আমাদের পরবর্তী বড় বাজেটের আয়োজন।’
উল্লেখ্য, ‘চোরাবালি’ দিয়ে বড়পর্দায় অভিষেকেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন রেদওয়ান রনি। টিভি, ওটিটি এবং সিনেমা- সবখানেই নিজের স্বকীয়তা প্রমাণ করেছেন তিনি। এবার দেখার পালা, ‘দম’ দিয়ে বড়পর্দায় কী নতুন চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য।