‘জ্বি, আমি স্বার্থপর’

বিনোদন প্রতিবেদক
০৮ জুলাই ২০২৫, ১৫:২০
শেয়ার :
‘জ্বি, আমি স্বার্থপর’

নির্মাতা আবু হায়াত মাহমুদের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। এতে তার বিপরীতে নায়িকা কে হবেন তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে কথা রটেছে- এতে শাকিবের বিপরীতে দেখা যাবে টলিউডের অভিনেত্রী মধুমিতা সরকারকে। আর এমন আলোচনার মধ্যেই আপত্তি জানান ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার।

তার প্রশ্ন- এটি কি যৌথ প্রযোজনার সিনেমা? আর এতে নায়িকা চরিত্রের জন্য বিদেশি শিল্পীকেই কেন নিতে হবে?

দীপা খন্দকারের এমন কথায় নেটদুনিয়ায় অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। তার কথার পক্ষে-বিপক্ষে অনেকেই মত দিয়েছেন। আবার কেউ এই অভিনেত্রীকে স্বার্থপরও বলে মন্তব্য করেছেন।

এমন আলোচনা-সমালোচনার মধ্যেই বিষয়টি নিয়ে কথা বলেছেন দীপা খন্দকার। নিজে স্বার্থপর দাবি করে এই অভিনেত্রী বলেন, ‘জ্বি, আমি স্বার্থপর। আমি চাই আমার দেশের উন্নতি হোক, আমার মিডিয়া ইন্ডাস্ট্রির উন্নতি হোক, আর্টিস্টদের লাভ হোক। শাকিব খানের সিনেমা মানেই বিশাল কিছু। সেখানের একটা অংশ কেন আমরা অন্যদের দিয়ে দেব?’

ভিন দেশের শিল্পী নেওয়ার বিষয়ে আপত্তির কারণ খানিকটা ব্যাখ্যাও করেছেন দীপা খন্দকার। তার ভাষায়, ‘যেখানে নারী লিড রোলে সুযোগ খুব একটা থাকে না, সেখানেও যদি অন্য দেশের শিল্পীদের দিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের জন্য রইলটা কী? অনেক শিল্পী ইতিমধ্যেই নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন। চিন্তাভাবনায় বদল আনা দরকার। আমাদের গল্পভিত্তিক সিনেমায় গুরুত্ব দেওয়া উচিত।’

বলা দরকার, আগামী বছরের ঈদে মুক্তি পাবে ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমাটি। এতে শাকিবের বিপরীতে দেখা যেতে পারে টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারকে। সিনেমাটির নায়িকা চূড়ান্ত না হলেও এই সম্ভাবনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।