গোসাইরহাটে পুকুরে ভেসে উঠলো গৃহবধূর লাশ

শরীয়তপুর প্রতিনিধি
০৮ জুলাই ২০২৫, ১৪:৪৩
শেয়ার :
গোসাইরহাটে পুকুরে ভেসে উঠলো গৃহবধূর লাশ

ছবি: আমাদের সময়

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় পুকুর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে এ ঘটনাটি ঘটে।

নিহত গৃহবধূর শাহিনুর বেগম(৩৫) উপজেলার ইদিলপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মো. শাহাজামালের স্ত্রী। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাসুদেবচপ এলাকার ৫ সন্তানের জননী গৃহবধূ শাহিনুর আক্তার। আজ মঙ্গলবার সকালে তাদের নিজ বাড়ির পুকুর ঘাটে মাছ ধোয়ার জন্য গেলে পানিতে পড়ে ডুবে মারা যায়। পরে বাড়ির লোকজন পুকুর ঘাটে গেলে তার মরদেহ পানিতে ভাসতে দেখে উদ্ধার করে।

গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ওই নারী মৃগী রোগে আক্রান্ত ছিলেন। কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া লাশ দাফন করা হয়েছে।