শার্শায় ভোক্তা অধিকারের অভিযানে ২ লাখ টাকা জরিমানা

বেনাপোল প্রতিনিধি
০৮ জুলাই ২০২৫, ১৪:৩৭
শেয়ার :
শার্শায় ভোক্তা অধিকারের অভিযানে ২ লাখ টাকা জরিমানা

যশোরের শার্শা উপজেলার গোগা বাজারে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে দুই লাখ তিন হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর। আজ মঙ্গলবার বেলা ১১ টায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

এ সময় অভিযানে মোহনা ফুড প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪৩ অনুযায়ী (অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত) ৭০ হাজার টাকা,ধারা ৪২ অনুযায়ী (খাদ্যপণ্যে নিষিদ্ধ উপাদান মিশ্রণ) ১ লাখ টাকা এবং ধারা ৩৭ অনুযায়ী (পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকা) ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, আখি ফুড প্রতিষ্ঠানকে একই আইনের ৪৩ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ অভিযানে সহায়তা করেন ২১ বিজিবি খুলনা ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. রাফাত বিন আলম মুন,সহকারী পরিচালক মো.সফিয়ার রহমান, ক্যাব সদস্য মো. আব্দুর রকিব সরদার এবং শার্শা থানা পুলিশ।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।