পক্ষপাতদুষ্ট বিদেশি পর্যবেক্ষকদের এবার অনুমোদন নয়: সিইসি

নিজস্ব প্রতিবেদক
০৮ জুলাই ২০২৫, ১৩:৩৮
শেয়ার :
পক্ষপাতদুষ্ট বিদেশি পর্যবেক্ষকদের এবার অনুমোদন নয়: সিইসি

গত তিনটি সংসদ নির্বাচন সুন্দর, গ্রহণযোগ্য হয়েছে বলে সাফাইকারী বিদেশি পর্যবেক্ষকদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আর অনুমোদন দেবে না নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) আমরা অলরেডি পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানিয়েছি। তারা বলেছিল, আসতে চায়। তারা একটু আগেই জানাতে বলেছে যেহেতু তাদের ২৮টা দেশ।’

এ সময় এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘গত তিনটা নির্বাচনে যারা সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর, ক্রেডিবল নির্বাচন হয়েছে, তাদের নেব কেন? যাদের অভিজ্ঞতা আছে, ক্রেডিবিলিটি আছে তাদের নেব।’