সাবেক রুশ মন্ত্রীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জুলাই ২০২৫, ১০:২৯
শেয়ার :
সাবেক রুশ মন্ত্রীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য

রাশিয়ার পরিবহন মন্ত্রী হিসেবে সদ্য বরখাস্ত হওয়া রোমান স্টারোভয়তকে গুলিবিদ্ধ মৃত অবস্থায় পাওয়া গেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে তাকে বরখাস্ত করার মাত্র কয়েক ঘণ্টা পর এই রহস্যজনক মৃত্যু ঘটে।

রুশ তদন্ত সংস্থা জানিয়েছে, মস্কোর উপকণ্ঠে ওদিনৎসোভো এলাকার একটি পার্কিং লটে তার মরদেহ পাওয়া যায়। তার শরীরে গুলির চিহ্ন ছিল এবং প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে।

সোমবার প্রেসিডেন্ট পুতিনের স্বাক্ষরিত এক ডিক্রির মাধ্যমে রোমান স্টারোভয়তকে পরিবহন মন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তার বরখাস্তের কোনো আনুষ্ঠানিক কারণ জানানো না হলেও জানা গেছে, কুর্স্ক অঞ্চলের গভর্নর থাকাকালীন সময়ে প্রতিরক্ষা অবকাঠামো নির্মাণে দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছিল।

সোমবার বিকেলে, অর্থাৎ বরখাস্তের মাত্র কয়েক ঘণ্টা পরই, তার মরদেহ গুলিবিদ্ধ অবস্থায় পার্কিং লটে একটি গাড়ির পাশ থেকে উদ্ধার করা হয়।

এদিকে রোমান স্টারোভয়তের মৃত্যুতে রাশিয়ার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অনেকেই এই ঘটনাকে আত্মহত্যা বলে মেনে নিতে পারছেন না।

দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে, এটি ‘নিরাপত্তা পরিষদের অভ্যন্তরীণ শুদ্ধি অভিযানের’ অংশ হতে পারে।

তবে সরকারি ভাষ্য অনুযায়ী, এ ঘটনাকে আত্মহত্যা হিসেবেই তদন্ত করা হচ্ছে। তদন্ত সংস্থা জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এবং প্রাথমিক আলামতে ব্যক্তিগত কারণে আত্মহননের প্রমাণ মিলেছে।