রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কোনো নীতিমালাই কার্যকর হবে না: গভর্নর

অনলাইন ডেস্ক
০৭ জুলাই ২০২৫, ২০:২৮
শেয়ার :
রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কোনো নীতিমালাই কার্যকর হবে না: গভর্নর

আর্থিক খাতে অতীতে রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে, যা আর্থিক খাতে ঝুঁকি তৈরি করেছে। আগামীতে এ ধরনের লুটপাট বন্ধ করতে হলে রাজনীতিকদের শুদ্ধ হতে হবে। তাদের সদিচ্ছার পরিবর্তন ছাড়া ব্যাংক খাতে কোনো নীতিমালা কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

আজ সোমবার ব্যাংক খাতে রিস্ক বেইজ সুপারভিশন পদ্ধতি চালুর অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলন কেন্দ্রে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

গভর্নর বলেন, ‘বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংকিং খাতের তদারকি ব্যবস্থায় সময়োপযোগী ও মৌলিক পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। নতুন ব্যবস্থায় ঝুঁকিভিত্তিক তদারকি (রিস্ক বেসড সুপারভিশন) পদ্ধতি চালু করা হচ্ছে, যা ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে পুরোপুরি কার্যকর হবে। এর পূর্ব-প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে ২০টি ব্যাংকের সঙ্গে পাইলটিং শেষ হয়েছে, বাকি ব্যাংকগুলোতে পাইলটিং আগামী জুনের মধ্যে শেষ হবে। তবে রাজনৈতিক সদিচ্ছার পরিবর্তন ছাড়া ব্যাংক খাতে কোনো নীতিমালা নীতিমালা কার্যকর হবে না।’

তিনি আরও বলেন, ‘ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের প্রয়োজন। এজন্য ব্যাংক কোম্পানি আইন পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।’

ছয়টি ব্যাংক একীভূত হওয়ার বিষয়ে গভর্নর বলেন, ‘এসব ব্যাংকের সম্পদের মান নিরূপণের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। একীভূত করার কাজও এগিয়ে চলেছে। যদি কোনো ব্যাংক একীভূত হতে না চায় তাদের কাছে সুনির্দিষ্ট বক্তব্য জানতে চাওয়া হবে। যদি তারা সুনির্দিষ্ট পরিকল্পনা দিতে পারে তাহলে তাদের বক্তব্য-প্রস্তাব বিবেচনা করা হবে।’

দুর্বল ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ (বোর্ড) পুনর্গঠন প্রসঙ্গে গভর্নর বলেন, ‘কিছু ব্যাংক বোর্ড পরিবর্তনের পর ভালো ফল দিচ্ছে। তবে যারা উন্নতি করছে না, তাদের বোর্ডও আবার গঠন করা হতে পারে।’

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান, নুরুন নাহারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।