ইসরায়েল-হামাস প্রথম দিনের আলোচনা শেষ, যা জানা গেল
ইসরায়েল-হামাসের প্রথম দিনের আলোচনা শেষ হয়েছে। তবে আলোচনা থেকে কোনো স্পষ্ট সমাধান উঠে আসেনি। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভ্যালের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি বিষয়ক আলোচনা গতকাল রবিবার কাতারের দোহায় শুরু হয় ৷ কিন্তু আলোচনা শেষে কোনো স্পষ্ট সিদ্ধান্তে পৌঁছায়নি তারা, এমনটাই জানাচ্ছে কিছু ফিলিস্তিনি সূত্র।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
বিবিসি জানিয়েছে যে এই আলোচনাগুলি দুটি পৃথক ভবনে হয় এবং সাড়ে তিন ঘণ্টা ধরে চলে। কাতার ও মিশরের প্রতিনিধিদের মধ্যস্থতায় আলোচনাটি হয়। আবার আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটন গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু৷ মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ব্রিকস সদস্যরাষ্ট্রগুলিও।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস