জটিলতা কাটিয়ে শুরু হচ্ছে শুভর ‘লহু’

বিনোদন ডেস্ক
০৭ জুলাই ২০২৫, ১৬:৪৮
শেয়ার :
জটিলতা কাটিয়ে শুরু হচ্ছে শুভর ‘লহু’

টালিউডের চর্চিত ওয়েব সিরিজ ‘লহু’ আবারও ফিরছে শুটিং ফ্লোরে। আরিফিন শুভ ও সোহিনী সরকারকে নিয়ে শুরু হওয়া এই সিরিজটির কাজ মাঝপথে থেমে গিয়েছিল নানা জটিলতায়। এবার সব মনোমালিন্য ভুলে ফের শুরু হচ্ছে নির্মাণযাত্রা।

পরিচালক রাহুল মুখোপাধ্যায় শুরুতে নিয়ম লঙ্ঘন করে শুটিং চালিয়ে যাওয়ায় তাকে বহিষ্কার করে ডিরেক্টরস ফেডারেশন। বিষয়টি নিয়ে দারুণ বিতর্ক ও আলোড়ন তৈরি হয় টালিউডে। বন্ধ হয়ে যায় ‘লহু’ শুটিং।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, এই জটিলতার অবসান ঘটে ডিরেক্টরস ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের হস্তক্ষেপে। তার মধ্যস্থতায় আবারও গতি পেল ‘লহু’র কাজ।

রাহুল মুখোপাধ্যায় বলেন, ‘স্বরূপদা না থাকলে এটা কখনই সম্ভব হতো না। উনার কাছে আমি কৃতজ্ঞ।’

চরকি ওটিটি প্ল্যাটফর্মের ভারতীয় কর্মকর্তা অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়ও স্বরূপ বিশ্বাসের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘আমাদের দিক থেকেও কিছু ভুল ছিল। স্বরূপদা বুঝিয়ে দিয়েছেন, সেটা শুধরে আবার আমরা কাজ শুরু করছি।’

‘লহু’ ছাড়াও চরকির আরও কয়েকটি নতুন প্রজেক্ট রয়েছে পরিকল্পনায় বলে জানিয়েছেন অনিন্দ্য।

উল্লেখ্য, ওয়েব সিরিজ লহুর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের আরিফিন শুভ এবং ভারতের সোহিনী সরকার। এই সিরিজ ঘিরে দুই বাংলার দর্শকদের আগ্রহ তুঙ্গে।