সীমা লঙ্ঘনকারীদের বিষয়ে ভিন্নভাবে দেখা হতে পারে: এনবিআর চেয়ারম্যান

অনলাইন ডেস্ক
০৭ জুলাই ২০২৫, ১৬:১৬
শেয়ার :
সীমা লঙ্ঘনকারীদের বিষয়ে ভিন্নভাবে দেখা হতে পারে: এনবিআর চেয়ারম্যান

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। ফাইল ছবি

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সম্প্রতি হওয়া আন্দোলনে যারা বড় আকারের সীমা লঙ্ঘন করেছেন, তাদের বিষয়ে ভিন্নভাবে দেখা হতে পারে বলে জানালেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। আজ সোমবার বিকেলে ঢাকা কাস্টমস কার্যালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

এনবিআর কর্মকর্তাদের আস্থার সংকট নিরসনে কী ব্যবস্থা নেওয়া হবে, জানতে চাইলে আবদুর রহমান খান বলেন, ‘সেজন্য আজ কর্মকর্তাদের কাছে চলে এলাম। তাদের অভয় দেওয়ার জন্য। প্রত্যেকে যদি দায়িত্বশীল আচরণ করেন, তাদের যে কাজকর্ম সেগুলো যদি তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করেন; তাহলে আমি মনে করি না তাদের ভয়ের কোনো কারণ আছে।’

তিনি বলেন, ‘কেউ কেউ বড় আকারের সীমা লঙ্ঘন করেছেন। সেটা হয়তো ভিন্নভাবে দেখা হবে। তবে সাধারণভাবে আমার মনে হয় না কারও ভয়ের কোনো কারণ আছে।’