কোনাল-আমিনুলের ‘আমার কি হও তুমি’

বিনোদন প্রতিবেদক
০৭ জুলাই ২০২৫, ১৩:২৭
শেয়ার :
কোনাল-আমিনুলের ‘আমার কি হও তুমি’

সোমনুর মনির কোনাল, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কন্ঠশিল্পী। শুধু সিনেমাতেই নয়, সংগীতের সব ক্ষেত্রেই অবদান রেখে যাচ্ছেন সমানতালে। প্লেব্যাকের পাশাপাশি নিয়মিত প্রকাশ করছেন একক ও দ্বৈত গান। তারই ধারাবাহিকতায় এবার প্রকাশ হচ্ছে কোনালের নতুন গান ‘আমার কি হও তুমি’। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন এই সময়ের প্রতিভাবান কন্ঠশিল্পী আমিনুল ইসলাম।

গানটির কথা লিখেছেন ও সুর করেছেন প্রিন্স রুবেল। সংগীতে আছেন এস পুলক। মিক্সড এন্ড মাস্টারিং করেছেন তাহান খান তামিম। ভালোবাসার খুনসুটির গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। আর ভিডিওতে অভিনয় করেছেন আলভী মামুন ও আঁখি। আছে কোনাল ও আমিনুলের উপস্থিতিও। গানটি প্রকাশ হচ্ছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)-এর ব্যানারে।

গানটি প্রসঙ্গে কোনাল বলেন, ‘অনেকদিন পর একটি সুন্দর রোমান্টিক গান গাইলাম। আমিনুল ভাইয়ের গায়কী আমাকে মুগ্ধ করেছে। লালমাটি ও সবুজেঘেরা সুন্দর একটি লোকেশনে আমারা গানের শুটিং করেছি। আশা করি, গানটি সবার ভালো লাগবে।’

কোনালের সঙ্গে জুটি বেঁধে উচ্ছ্বসিত আমিনুল বলেন, ‘কোনাল আপুর সঙ্গে গাইতে পারা আমার কাছে স্বপ্নের মতন। আপু অনেক হেল্পফুল একজন মানুষ। অনেক চমৎকারভাবে গেয়েছেন গানটা। আমি চেষ্টা করেছি আমার সেরাটুকু দেওয়ার। আশা করছি, গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।’

ধ্রুব মিউজিকের পক্ষ থেকে জানানো হয়, আসছে ১০ জুলাই বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘আমার কি হও তুমি’ গানটির ভিডিও। এর পাশপাশি গানটি শুনতে পাওয়া যাবে স্বাধীন মিউজিক, স্পটিফাই, অ্যাপল মিউজকসহ দেশি ও বিদেশিসব মিউজিক প্ল্যাটফর্মে।