শাকিবের নায়িকা নিয়ে দীপা খন্দকারের আপত্তি

বিনোদন প্রতিবেদক
০৭ জুলাই ২০২৫, ১৩:১৩
শেয়ার :
শাকিবের নায়িকা নিয়ে দীপা খন্দকারের আপত্তি

সম্প্রতি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সুপারস্টার শাকিব খান। আবু হায়াত মাহমুদের পরিচালনায় এটি মুক্তি পাবে আসন্ন ঈদে। তবে এতে শাকিবের নায়িকা কে হবেন তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। কথা রটেছে- এতে শাকিবের বিপরীতে দেখা যাবে টালিউডের অভিনেত্রী মধুমিতা সরকারকে। আর এমন আলোচনার মধ্যেই আপত্তি জানিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার।

পিচ্চি হান্নান চরিত্রে মোশাররফ করিম, কালা জাহাঙ্গীর চরিত্রে শাকিব খান ও লিড ফিমেল চরিত্রে মধুমিতা- এমন একটি ফটোকার্ড ফেসবুকে শেয়ার করে দীপা লিখেছেন, ‘এটা কি যৌথ প্রযোজনার সিনেমা? যদি শুধু বাংলাদেশের সিনেমা হয়, তাহলে ফিমেল লিড রোল করার মতো কোনো শিল্পী কি আমাদের দেশে নেই? কেন এমন কাস্টিং হচ্ছে?’

তার এমন পোস্টে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। হৃদয় সাহা নামের একজন লিখেছেন, ‘কলকাতাতেও তো অনেক অভিনেত্রী আছেন, তবুও কেন তাদের লোকাল প্রোডাকশনে জয়া আহসান কে নেওয়া হয়, কেন নুসরাত ফারিয়ারা অভিনয় করে?’

আবার এমডি সুজন মল্লিক লিখেছেন, ‘বাংলাদেশের চেয়ে কলকাতার ফিমেলরাই বেটার মনে করি। শিল্পীদের কোনো দেশ নেই তারা সবদেশে অভিনয় করতে পারবে, রাজ্জাক থেকে অনেক অভিনেতা অভিনেত্রী কলকাতায় অভিনয় করছে।’

এমডি জনি মিয়া লিখেছেন, ‘এখনো শাকিব খান বাদে কোনো প্রকার কাস্টিং ঠিক হয়নি। এসব ফেসবুকেই রিউমার আপু এসব।’