আপনাদের গদিতে বসানোর জন্য আমরা রক্ত দেয়নি: ফারুক

নোয়াখালী প্রতিনিধি
০৬ জুলাই ২০২৫, ২১:৪৯
শেয়ার :
আপনাদের গদিতে বসানোর জন্য আমরা রক্ত দেয়নি: ফারুক

আপনাদের গদিতে বসানোর জন্য আমরা রক্ত দেয় নাই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আজ রবিবার বিকেলে নোয়াখালীর সেনবাগে ২০১১ সালের ৬ জুলাই সংসদ ভবনের সামনে হরতাল পালনের সময় তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর এডি সি হারুন ও বিপ্লবের নেতৃত্বে নৃশংস হামলার বিচার ও তাদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘নতুন দলের কেউ কেউ জাতীয় সংসদ নির্বাচনের আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন চাই।হায়রে কপাল, আপনাদের কতটুকু জনসমর্থন আছে তা প্রমাণ করুন। কেউ কেউ আবার পি আর পদ্ধতি চাই।আপনাদের গদিতে বসানোর জন্য আমরা রক্ত দেই নাই। আমরা রক্ত দিয়েছি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বেগম জিয়া,তারেক জিয়া, শহীদ জিয়ার দলকে সরকার গঠনের জন্য। আমাদের আর কষ্ট দিয়েন না।কর্মীদের আবারও রাজপথে নামতে বাধ্য করিয়েন না।’

সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল হান্নান লিটনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এডভোকেট এবি এম জাকারিয়া ও সদস্য সচিব, নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র হারুনুর রশিদ আজাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবু ইউসুফ মজুমদার, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিন উল্যাহ বিএসসি, পৌর, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।

জেলা ও উপজেলা নেতারা তাদের বক্তব্যে ২০১১ সালে সংসদ ভবনের সামনে হরতাল পালনের সময় তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্য তৎকালীন পুলিশের এডিসি হারুন ও বিপ্লবের নেতৃত্বে নৃশংস ও অমানবিক নির্যাতনের মূল হোতা এডিসি হারুন ও বিপ্লবকে গ্রেপ্তার ও বিচার দাবি করেন।

২০১১ সালের ৬ জুলাইয়ের পর প্রতিবছরই সেনবাগ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন রক্তাক্ত জুলাই হিসেবে পালন করে আসছেন,কিন্তু পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এবারের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।