পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু
গাজীপুরে কোনাবাড়ি এলাকায় গোসল কতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর হয়েছে। আজ রবিবার সকাল ১১টার দিকে মহানগরীর কোনাবাড়ি থানাধীন দেওয়ালিয়াবাড়ী পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হল- সিরাজগঞ্জ জেলার শাহাদাতপুর উপজেলার তালতলা গ্রামের শামীম মিয়ার ছেলে আব্দুল মোমিন (১৩) ও রংপুর জেলার মিঠাপুকুর থানার বড় মির্জাপুর গ্রামের আকমনের ছেলে জুনায়েদ (১২)। তারা উভয়ে মহানগরীর কোনাবাড়ি থানাধীন বাগান বাড়ি এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করে এবং একই এলাকার একটি মাদ্রাসায় লেখাপড়া করতেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, আজ সকাল ১১টার দিকে দেওয়ালিয়াবাড়ী পুকুরপাড় এলাকায় পানিতে গোসল কতে নেমে দুই শিক্ষার্থী পানিতে তলিয়ে যায়। পরবর্তীতে খবর পেয়ে পানি থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন জানান, ‘পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যুর বিষয়ে তাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।’