খিলগাঁওয়ের বাসা থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
রাজধানীর খিলগাঁওয়ের একটি বাসা থেকে তানিশা আক্তার লাইজু (২১) নামের এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে ঘটনাটি ঘটে।
মৃত তানিশা আক্তার লাইজু ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা শাহাপাড়া গ্রামের মজিবুর রহমানের মেয়ে। বর্তমানে খিলগাঁও তিলপাড়ায় ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতো।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতের পরিবারের সদস্যদের দেওয়া খবরে তাদের উপস্থিতিতে ওই রাতে খিলগাঁও তালতলায় ভাড়া বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। রাত সাড়ে ৩টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
পরিবারের সদস্যদের বরাদ দিয়ে পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন, তানিশা আক্তার বাবার ভাড়া বাসায় গলায় ফাঁস লাগিয়ে মারা গেছেন। তিনি বিবাহিত ছিলেন, তার স্বামীর নাম ফয়সাল আহমেদ।
তিনি বলেন, কী কারণে তানিশা আত্মহত্যা করেছেন, তা তৎক্ষাণিক জানতে পারিনি। বিষয়টি তদন্তের পর বলা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?