বগুড়ায় শহীদ পরিবারের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সাক্ষাৎ
বগুড়ায় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। আজ শনিবার সকাল ১০টায় শহরের পর্যটন হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন নাহিদ ইসলাম, ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্যসচিব আখতার হোসাইন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ শেষে সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, ‘এক বছর পূর্তিতে আমরা শহীদদের স্বপ্ন মানুষের কাছে তুলে ধরছি। শহীদ পরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক কেবল রাজনৈতিক নয়-এটা আত্মার সম্পর্ক। শহীদদের আত্মত্যাগ ছিল একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য। সেই লক্ষ্যে আমাদের সংগ্রাম এখনো চলমান।’
তিনি আরও বলেন, ‘শহীদ পরিবারের ক্ষতি অপূরণীয়। তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আজও স্বৈরাচারের দোসররা বিভিন্ন স্থানে সক্রিয়। সুষ্ঠু নির্বাচন সম্ভব বিচার ও সংস্কারের মধ্য দিয়েই। আমাদের লক্ষ্য একটি নতুন সংবিধানের মাধ্যমে একটি সমানাধিকারভিত্তিক রাষ্ট্র গঠন।’
উল্লেখ্য, বিচার, সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের দাবিতে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি বগুড়ায় অনুষ্ঠিত হচ্ছে। কলোনী পলিটেকনিকের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে সাতমাথায় গিয়ে মুক্ত মঞ্চে পথসভায় পরিণত হয়। পথসভায় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।