ঝাড়খণ্ডে কয়লার খনি ধসে একজন নিহত, আটকা অনেকে
ভারতের ঝাড়খণ্ডে একটি কয়লার খনি ধসে অন্তত একজন নিহত হয়েছেন। আটকা পড়ে আছেন আরও অনেকে। আজ শনিবার সকালে পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
আজ ভোরের দিকে ঝাড়খণ্ডের কার্মা এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, খনিটিতে অবৈধভাবে খনন কার্যক্রম চলছিল। সেসময় খনির এক অংশ ধসে পড়ে। এতে বেশ কয়েকজন আটকা পড়ে আছেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে প্রশাসনিক একটি দল। পুলিশ কর্মকর্তা আশুতোষ কুমার সিং বলেন, এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
তিনি জানান, গ্রামবাসীরা এই অবৈধ খননের সঙ্গে যুক্ত।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস