অতিরিক্ত মাদক সেবনে জনপ্রিয় পর্ন তারকা কাইলির মৃত্যু

বিনোদন ডেস্ক
০৫ জুলাই ২০২৫, ০৯:২৪
শেয়ার :
অতিরিক্ত মাদক সেবনে জনপ্রিয় পর্ন তারকা কাইলির মৃত্যু

মার্কিন পর্ন চলচ্চিত্র জগতের জনপ্রিয় মুখ এবং নেটফ্লিক্সের রিয়্যালিটি শোয়ের প্রতিযোগী কাইলি পেজ মারা গেছেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৮ বছর। পুলিশ ধারণা করছে, অতিরিক্ত মাদক সেবনের কারণেই তার মৃত্যু হয়েছে। 

এনডিটিভি, আনন্দবাজার পত্রিকাসহ একাধিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৫ জুন লস অ্যাঞ্জেলেসের বাড়িতে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় কাইলির দেহ। তার এক বন্ধু উদ্বিগ্ন হয়ে পুলিশে খবর দেন। কিন্তু সাহায্য পৌঁছোনোর আগেই মৃত্যু হয় কাইলির।

সংবাদমাধ্যম টিএমজেডের বরাতে জানা গেছে, তদন্তকারীরা মনে করছেন অতিরিক্ত মাদক সেবনের কারণে মৃত্যু হয়েছে কাইলির। ঘটনাস্থলে ফেন্টানিল এবং অন্যান্য মাদকদ্রব্য পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ।

মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে তদন্তকারীরা নিশ্চিত করেছেন যে, অপরাধমূলক কোনো ঘটনা কাইলির সঙ্গে ঘটেনি।

উল্লেখ্য, কাইলির বাড়ি থেকে ফেন্টানিল নামে যে মাদক উদ্ধার হয়েছে তা হেরোইনের চেয়েও ভয়ংকর। সাম্প্রতিক সময়ে আমেরিকায় বহু মানুষের মৃত্যু হয়েছে ফেন্টানিল সেবনের কারণে।

প্রসঙ্গত, ২০১৬ সালে নীল ছবির দুনিয়ায় পা রেখেছিলেন কাইলি। দ্রুত খ্যাতির শিখরে ওঠেন। ২০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। ব্রেজার্স, ভিক্সেন মিডিয়া গ্রুপ এবং নটি আমেরিকাসহ তাবড় পর্ন সংস্থার সঙ্গে কাজ করেছেন।