আজ কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানা ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।
আজ শনিবার উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী রয়েছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
পরিবেশ উপদেষ্টার কর্মসূচি
সকাল সাড়ে ৯টায় গুলশানে হোটেল বেঙ্গলবেরিতে ‘আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন (আইএসবিএস) ২০২৫: মুসলিম বিশ্বের জন্য তিনটি শূন্য অর্জনে এনজিও নেতৃত্ব’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বিএনপির কর্মসূচি
দুপুর ২টায় চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা জেলা দক্ষিণ কেরানীগঞ্জ থানা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
দুপুর ২টায় ধানমন্ডি স্পোর্টস ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে-ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির স্থায়ী কমিটি সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
গণ-অধিকার পরিষদের কর্মসূচি
সন্ধ্যা ৭টায় পুরান পল্টনে আলরাজি কমপ্লেক্সের সামনে মশাল মিছিল। এতে উপস্থিত থাকবেন গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁনসহ নেতারা।