অমিতাভ বচ্চন শেয়ার দিয়ে লিখলেন, শুভকামনা!

জয়ার ‘ডিয়ার মা’র ট্রেলার প্রকাশ

বিনোদন সময় প্রতিবেদক
০৫ জুলাই ২০২৫, ০০:০০
শেয়ার :
অমিতাভ বচ্চন শেয়ার দিয়ে লিখলেন, শুভকামনা!

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া আহসান। একের পর এক নতুন সিনেমায় অভিনয় করে প্রশংসিত হচ্ছেন। এবার ১৮ জুলাই মুক্তি পাচ্ছে অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘ডিয়ার মা’। এই সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করেছেন জয়া। গতকাল প্রকাশ হয়েছে সিনেমার ট্রেলার। ট্রেলার প্রকাশের পর থেকে জয়া প্রশংসায় ভাসলেও যখন অমিতাভ বচ্চন এই ট্রেলার শেয়ার করে কিছু লেখেন, তখন এই ভালো লাগা যে অন্যমাত্রা পেয়ে যায়। দেশের অভিনেত্রীর সিনেমার ট্রেলার ছুঁয়ে গেছে বিগবিকে! এটা সিনেমাপাড়ার সবচেয়ে খুশির খবর।

শুক্রবার সকালে ট্রেলারটি সামাজিক মাধ্যমে শেয়ার দিয়ে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘টনিদা (অনিরুদ্ধ রায় চৌধুরী), আমার শুভকামনা সব সময়।’

বিগবির শেয়ার প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘আমি মাত্রই দেখলাম, ঢাকায় ফিরছি আর সেই মুহূর্তে এটা দেখলাম। সুন্দর একটা সংবাদ দিয়ে শুক্রবারের দিনটা শুরু হলো। এখন ছবির দায়িত্ব আরও বেড়ে গেল। অমিতাভ বচ্চন যখন এটি শেয়ার করেছেন, সত্যিই এটা বিশাল পাওয়া।’

৩ মিনিট ৩০ সেকেন্ড দৈর্ঘ্যরে ট্রেলারে উঠে এসেছে মা-মেয়ের সম্পর্কের টানাপড়েন। ‘রক্তের সম্পর্ক না ভালোবাসার টান?’ এটা হলো ‘ডিয়ার মা’ সিনেমার ট্যাগলাইন। ছবির শুরুতে দেখা যায়, মেয়ে দাবা খেলছে, মা সেটা দেখছেন। ছবিতে একজন মা ও মেয়ের সম্পর্কে টানাপড়েন দেখানো হবে।

জয়া আগে অনিরুদ্ধ পরিচালিত হিন্দি সিনেমা ‘কড়ক সিং’-এ অভিনয় করেছেন। ছবিটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে। ছবিটি দিয়ে বিরতির পর বাংলা সিনেমা নির্মাণে ফিরলেন অনিরুদ্ধ। সিনেমার দুই মুখ্য চরিত্রে কাজ করেছেন জয়া ও চন্দন রায় সান্যাল। ছবিতে আরও আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, মালয়ালম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন।

‘ডিয়ার মা’ হতে যাচ্ছে তিন মাসে জয়ার চতুর্থ সিনেমা। গত ১৬ মে মুক্তি পায় পিপলু আর খানের ‘জয়া আর শারমিন’। এ ছাড়া এবারের ঈদের আলোচিত দুই সিনেমা ‘তাণ্ডব’ ও ‘উৎসব’-এ দেখা গেছে জয়াকে। কৌশিক গাঙ্গুলীর নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’র শুটিং চলছে।