ওয়ার ২ বনাম কুলি

লড়াই এবার রজনীকান্ত-হৃতিক আমির-এনটিআরের

মাজেদ হোসেন
০৫ জুলাই ২০২৫, ০০:০০
শেয়ার :
ওয়ার ২ বনাম কুলি

বলিউড মুভি বনাম দক্ষিণী মুভি বিতর্ক থামছে না বা কমছেও না; বরং দিন দিন বাড়ছে বলেই মনে হয়। বেশ কিছুদিন ধরেই বলিউড-সাউথ ফিল্মের দ্বন্দ্বের বিষয়টি নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। কে এগিয়ে, কে পিছিয়েÑ বিতর্ক চলছে হরদম। এবার এ দ্বন্দ্ব পৌঁছাতে যাচ্ছে চরমে। হিন্দি সিনেমার উত্তর আর দক্ষিণের এই মেগা ক্ল্যাশে নতুন হাওয়া ‘কুলি’ ও ‘ওয়ার টু’। এর আগে প্রভাসের ‘সালার’ ও শাহরুখ খানের ‘ডাঙ্কি’ মুখোমুখি হয়েছিল এক মহালড়াইয়ে। সেয়ানে সেয়ানে সেই লড়াইয়ে এগিয়ে ছিল দক্ষিণী সিনেমা ‘সালার’। এ বছর আরেকটি বড় ক্ল্যাশ হতে যাচ্ছে, যা ভারতীয় সিনেমার একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে ধারণা বোদ্ধাদের। সেই ক্ল্যাশ হতে যাচ্ছে থালাইভা রজনীকান্ত ও বুমবুম হৃতিক রোশনের মধ্যে। লোকেশ কানাগরাজের নির্দেশনা ও পরিচালনায় এবং রজনীকান্তের প্যান-ইন্ডিয়া গ্যাংস্টার ‘কুলি’তে আরও থাকছেন উপেন্দ্র, আক্কিনেনি নাগার্জুন, শ্রুতি হাসান ও সত্যরাজের মতো তারকা। সান পিকচার্সের প্রযোজনায় এই সিনেমার বাজেট ৫০০ রুপির মতো। অন্যদিকে ‘ওয়ার ২’ পরিচালনা করেছেন অয়ন মুখার্জি। ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের ষষ্ঠ কিস্তি হিসেবে ৩৫০ কোটি রুপির বাজেটে নির্মিত ‘ওয়ার-২’-এ হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের পাশাপাশি দেখা যাবে কিয়ারা আদভানিকে।

আগামী ১৪ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে একই সময়ে মুক্তি পেতে যাচ্ছে বলিউডের ‘ওয়ার টু’ আর দক্ষিণী সিনেমা ‘কুলি’। দুটি সিনেমায় প্রধান চরিত্রে থাকা দুই মেগাস্টারের এই নীরব যুদ্ধে ক্রস কানেকশনের মতো ভূমিকা পালন করবেন দুই ইন্ডাস্ট্রির আরও দুই পাওয়ার ফিগার আমির খান ও জুনিয়র এনটিআর। তবে এখানে একটা টুইস্টও আছে। উত্তরের হয়েও আমির খান থাকবেন রজনীকান্তের সঙ্গে; আর দক্ষিণী মাসলম্যান এনটিআর কাঁধে কাঁধ মেলাবেন বলিউডের হৃতিকের সঙ্গে। এ যেন এক পরিপূর্ণ প্যান-ইন্ডিয়ান মেলবন্ধন। এই লড়াই শুধু বলিউড-দক্ষিণী নীরব বিরোধই নয়, এ যেন দুই ইন্ডাস্ট্রির এক সেতুবন্ধও।

দক্ষিণী সিনেমার সঙ্গে বলিউডের তুলনা চলতে থাকে বছরজুড়েই। বলিউড সাধারণত গতানুগতিক অ্যাকশন, রোমান্স আর কমেডির ওপর নির্ভর করে, এখানে ফি বছর গল্পের গভীরতা খুব একটা দৃশ্যমান নয়। আর দক্ষিণী সিনেমা সম্পূর্ণ গল্পনির্ভর ও বাস্তবধর্মী। সেখানে থাকে শিকড়ের টান, থাকে স্বকীয়তা। বলিউডের মতো নয়, এখানে পর্দায় বাস্তব জীবনের গল্প ফুটে ওঠে। তাই রজনীকান্তের ‘কুলি’ আর হৃতিকের ‘ওয়ার-২’ নিয়ে আগ্রহ সব শ্রেণি-পেশার সিনেপ্রেমীর।

ঈদ, ইনডিপেনডেন্স ডে, দিওয়ালি কিংবা পূজাÑ এই ছুটির সময়ে সংশ্লিষ্টরা সিনেমা মুক্তির জন্য তৎপর থাকেন। কারণ তখন সিনেমা হলে দর্শকের উপস্থিতি বেশি থাকে এবং তাই বক্স অফিসে বড় সাফল্যের সম্ভাবনা থাকে। তবে এবার ‘কুলি’ ও ‘ওয়ার ২’ একসঙ্গে পর্দায় হাজির হয়ে দর্শকদের মনোযোগ ভাগ করে দেবে, যা উভয় ছবির আয়ের ওপর প্রভাব ফেলবে। তামিলনাড়ু ও দক্ষিণ ভারতে রজনীকান্তের জনপ্রিয়তা আকাশচুম্বী থাকলেও অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় জুনিয়র এনটিআরের জনপ্রিয়তা তুঙ্গে। তাই হৃতিকের সঙ্গে এনটিআরের উপস্থিতির কারণে ‘ওয়ার ২’ দক্ষিণ ভারতে স্ক্রিন শেয়ারে খুব একটা পিছিয়ে থাকবে না। আবার রজনীকান্ত হলেন হিন্দি সিনেমার আইকনিক একটি নাম, ৭৪ বছর বয়সেও পর্দায় এক ধামাকা চরিত্র। ‘কুলি’তে রজনীকান্তের সঙ্গে ক্যামিওতে দেখা যাবে বলিউড পারফেকশনিস্ট আমির খানকে। তাই ‘কুলি’কেও কোনো অংশে পেছনে ফেলা যাবে না। দুটি সিনেমাই বক্স অফিসে সফলতার পাশাপাশি দর্শকদের মন জয় করার জন্য প্রস্তুত, তবে কোনটি ভালো করবে তা নির্ভর করবে গল্পের গুণগত মান, দর্শকদের প্রতিক্রিয়া এবং বাজারের গতিশীলতার ওপর। কী মনে হয়, কোন সিনেমাটি হিট হবে এই মেগা ক্ল্যাশে? রজনী-হৃতিকের মধ্যে কে জিতবেন এই দ্বৈরথে? পর্দায় আসার পর দর্শকই দেবেন সেই উত্তর।