মন্দিরা ‘নীলচক্র’র পর হাফ ডজন সিনেমার প্রস্তাব পেয়েছেন
গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত শরিফুল রাজের সঙ্গে ‘কাজল রেখা’ দিয়ে শুরু, এরপর মিঠু খান পরিচালিত, আরিফিন শুভর সঙ্গে ‘নীলচক্র’। মাত্র দুই সিনেমায় অভিনয় করে নজরে এসেছেন মন্দিরা চক্রবর্ত্তী। দর্শক, পরিচালক, প্রযোজকদের কাছে আস্থা তৈরি করতে পেরেছেন অভিনয় দিয়ে। কাজল রেখায় তার অনবদ্য অভিনয়, ঈদে মুক্তিপ্রাপ্ত ‘নীলচক্র’ দিয়েও প্রশংসিত সিনেমার এই নতুন মুখ। ‘নীলচক্র’ মুক্তির পর তার কাছে হাফ ডজন সিনেমায় অভিনয়ের প্রস্তাব এসেছে।
প্রাথমিকভাবে বেশ কয়েকটি সিনেমার গল্প শোনার পর মন্দিরা জানান, এর মধ্যে দুটি সিনেমার গল্প তার পছন্দ হয়েছে। এই সময়টা তার কাটছে সেই দুই সিনেমার গল্প পড়ে। মন দিয়ে তিনি সিনেমার গল্প পড়ছেন, নিজের চরিত্রটিও ঠিকঠাক বোঝার চেষ্টা করছেন। যদি সব মিলিয়ে ভালো লেগে যায় তাহলে শিগগিরই ঘোষণা আসতে পারে নতুন সিনেমায় অভিনয় করার।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
মন্দিরা চক্রবর্ত্তী বলেন, “আমি আগেও বলেছি যে, সিনেমায় কাজ করার ব্যাপারে অর্থ বা সম্মানি আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো গল্প এবং আমার চরিত্র। ‘নীলচক্র’ মুক্তির পর বেশ কয়েকটি সিনেমায় কাজ করার প্রস্তাব পেয়েছি। তার মধ্যে দুটি সিনেমার গল্প শুনে আমার কাছে ভালো লেগেছে। গল্প পড়ছি আমি মন দিয়ে। দেখা যাক শেষমেশ কী হয়। তবে আমি আমার ভক্ত-দর্শককে নিরাশ করতে চাই না। গল্পের প্রতি এবং আমার চরিত্রের প্রতি মনোযোগ দিচ্ছি। আশা করছি, এ বছরেই নতুন আরও একটি সিনেমার কাজ শুরু করতে পারব। আমি কৃতজ্ঞ আমার ভক্ত-দর্শকের প্রতি, তারা আমার কাজল রেখার পর নীলচক্রও ভীষণ পছন্দ করেছেন। আগামী সপ্তাহে সিনেপ্লেক্সে সিনেমাটি আবারও প্রদর্শন করা হবে। আশা করছি, যারা সিনেমাটি দেখার সুযোগ পাননি তারা আবার হলে গিয়ে দেখবেন।”
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
উল্লেখ্য, চ্যানেল আই আয়োজিত ‘সেরা নাচিয়ে’তে অংশগ্রহণের মধ্য দিয়ে খুলনার মেয়ে মন্দিরার মিডিয়ায় যাত্রা শুরু। এরপর তিনি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। হয়েছেন মিউজিক ভিডিরও মডেল। তবে তার স্বপ্ন ছিল নায়িকা হওয়ার। সেই স্বপ্নপূরণেই পাশে দাঁড়ালেন গিয়াস উদ্দিন সেলিম। সরকারি অনুদান পাওয়া ‘কাজল রেখা’ সিনেমায় অভিনয় করেই নায়িকা হিসেবে অভিষেক হয় মন্দিরার। ‘নীলচক্র’ তার অভিনীত দ্বিতীয় সিনেমা।
আরও পড়ুন:
মারা গেলেন পরীমনির নানা