বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
০৪ জুলাই ২০২৫, ২১:৪৬
শেয়ার :
বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

মুন্সীগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী দুই যুবক নিহত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়ি বাউশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি হাইওয়ে পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলটি কুমিল্লা অভিমুখী ছিল। এ সময় একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেলটির চালক ও আরোহীর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, ‘এখন পর্যন্ত নিহত দুই যুবকের পরিচয় পাওয়া যায়নি। দুই মরদেহ পুলিশ ফাঁড়িতে আছে।

তবে ঘাতক বাসচালক ও চালকের সহযোগী বাসটি রেখে পালিয়ে গেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।