জোটার মৃত্যুতে চাঞ্চল্যকর তথ্য /

বিমানে না গিয়ে ইংল্যান্ডে কেন গাড়ি চালিয়ে যাচ্ছিলেন

স্পোর্টস ডেস্ক
০৪ জুলাই ২০২৫, ১২:৩৬
শেয়ার :
বিমানে না গিয়ে ইংল্যান্ডে কেন গাড়ি চালিয়ে যাচ্ছিলেন

পর্তুগিজ ফুটবলার দিওগো জোটা ও তার ভাই আন্দ্রে সিলভার মৃত্যুতে গোটা ফুটবলবিশ্ব স্তব্ধ। ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লিভারপুলে খেলতেন তিনি। স্পেন হয়ে গাড়ি চালিয়ে ইংল্যান্ড যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান জোটা। এখন কথা হচ্ছে, সহজ পথ বিমানে না গিয়ে কেন সড়কপথে ইংল্যান্ডের পথ ধরেছিলেন জোটা?

সিএনএন পর্তুগাল জানিয়েছে, ফুসফুসের অস্ত্রোপচারের পর জোটাকে বিমানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল চিকিৎসকদের তরফ থেকে। লিভারপুলের এই ফরোয়ার্ড ফেরি ধরার জন্য সান্তান্দারে যাচ্ছিলেন। ঠিক তখনই স্পেনের উত্তর-পশ্চিমে তার ল্যাম্বরগিনি গাড়ির টায়ার ফেটে যাওয়ার পর দুর্ঘটনা ঘটে।

চ্যানেলটির ক্রীড়া রুই লরা সরাসরি সম্প্রচারে বলেছেন, ‘তার (জোটা) যে অস্ত্রোপচার করা হয়েছিল তা ফুসফুসের অস্ত্রোপচার ছিল এবং এর পর তাকে বিমানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তিনি উত্তর স্পেনের বন্দর শহর সান্তান্দারে যাচ্ছিলেন ফেরি পার হয়ে সেই পথে যুক্তরাজ্যে পৌঁছানোর জন্য এবং সেখানে পৌঁছানোর পর গাড়ি চালিয়ে যাওয়ার জন্য।’

ভিক্টর পিন্টো নামে আরেকজন পর্তুগিজ সাংবাদিক দেশটির সিএমটিভি চ্যানেলকে বলেছেন, ‘ডিওগো জোটা মাঝে মাঝে সড়কপথে ভ্রমণ করতে পছন্দ করতেন, কারণ তার ফুসফুসের কিছু সমস্যা ছিল। যদিও গুরুতর কিছু ছিল না। আমরা জানি, এমন একটি ফেরি আছে যা ইংল্যান্ডের দক্ষিণকে স্পেনের ক্যান্টাব্রিয়া অঞ্চলের সঙ্গে সংযুক্ত করে। আমাদের কাছে যে তথ্য আছে তা হলো তিনি (জোটা) সান্তান্দারে ফেরি নিয়ে যাচ্ছিলেন, ইংল্যান্ড থেকে পর্তুগালের কোনো সড়কপথ ছিল না। এই ক্ষেত্রে ডিওগো জোটা তার ভাইয়ের সঙ্গে ফেরি ভ্রমণ করতেন।’

‘স্পেনের সবচেয়ে খারাপ রাস্তায়’ নিহত হন জোটা

যে রাস্তায় জোটার মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে তাকে স্পেনের সবচেয়ে খারাপ রাস্তাগুলির মধ্যে একটি হিসাবে বর্ণনা করা হয়েছে পশ্চিমা গণমাধ্যমগুলোতে। পর্তুগাল সীমান্তের কাছে স্পেনের উত্তর-পশ্চিমে জামোরার কাছে অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় জোটার ল্যাম্বোরগিনিটির টায়ার ফেটে যায় বলে ধারণা করা হচ্ছে।

স্পেনের অর্গানাইজেশন অফ ইউজারস অ্যান্ড কনজিউমারস-এর সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে যে রাস্তার অবস্থা এবং নিরাপত্তা বাধার অভাবের কারণে স্প্যানিশ চালকরা এ-৫২ নামের ওই রাস্তাকে দেশের সবচেয়ে খারাপ রুটগুলির মধ্যে একটি হিসেবে অভিহিত করেছেন।