মুরাদনগরে ধর্ষণকাণ্ড /

ভিডিও ছড়ানোর মাস্টারমাইন্ড শাহ পরান আটক

মুরাদনগর প্রতিনিধি
০৪ জুলাই ২০২৫, ০৯:৩৮
শেয়ার :
ভিডিও ছড়ানোর মাস্টারমাইন্ড শাহ পরান আটক

কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণ, নিপীড়ন ও বিবস্ত্র করে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার মূল হোতা শাহ পরানকে অবশেষে আটক করেছে র্যাব। 

গতকাল বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার বুড়িচং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাহ পরান এই জঘন্য ধর্ষণকাণ্ডের অভিযুক্ত ফজর আলীর ছোট ভাই।

র্যাব-১১, সিপিসি-২ এর কর্মকর্তা মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ভুক্তভোগী নারীকে ধর্ষণের পর নিপীড়ন ও বিবস্ত্র করে ভিডিও ছড়ানোর মূল পরিকল্পনাকারী ছিলেন শাহ পরান। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমানও শাহ পরানের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। র্যাব তাকে আটকের খবর জানানোর পর হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, গত ২৬ জুন দিবাগত রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর গ্রামে এক নারীর বসত ঘরের দরজা ভেঙে ধর্ষণের অভিযোগ ওঠে। এই পাশবিক ঘটনার পর ধর্ষক ও ভুক্তভোগী নারীকে বিবস্ত্র করে নির্যাতনের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এসব ভিডিও ছড়িয়ে পড়লে দ্রুতই দেশজুড়ে তীব্র ক্ষোভ ও তোলপাড় শুরু হয়।

ঘটনার পরপরই পুলিশ ধর্ষণে অভিযুক্ত ফজর আলী এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও ৪ যুবককে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার আদালত পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার এই ৪ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন। 

পুলিশ জানিয়েছে, রিমান্ড শেষে জিজ্ঞাসাবাদে ঘটনার মূল হোতাদের বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে।

এই ঘৃণ্য অপরাধের দ্রুত বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠন।