ইতিহাসের এই দিনে ‘ফিলিপাইন স্বাধীনতা ঘোষণা করে’
আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ৪ জুলাই ২০২৫, শুক্রবার। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন।
ইতিহাসের পাতায় ৪ জুলাই ঘটনাবলি:
১১৮৭ - ক্রুসেডের হাত্তিনের যুদ্ধে জেরুজালেমের রাজা গাই অব লুসিগনানকে সালাদিন পরাজিত করেন।
১১৮৭ - সুলতান সালাহ উদ্দিন আইয়ুবির বায়তুল মোকাদ্দাস অধিকার।
১৭০০ - তুরস্ক-রাশিয়া যুদ্ধবিরতি।
১৭৭৪ - “unanimous Declaration of the thirteen united States of America” নামে এই ঘোষণাপত্রটি “Representatives of the united States of America” কর্তৃক গৃহীত হয়।
১৭৭৬ - মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করে।
১৭৭৬ - জর্জ ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতির পিতা বলে স্বীকৃতি পান।
১৮০২ - মার্কিন ওয়েস্ট পয়েন্ট সামরিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়।
১৮১৭ - স্কুল পর্যায়ের পাঠ্যপুস্তক রচনার জন্য কলকাতায় ক্যালকাটা স্কুল বুক সোসাইটি গঠিত হয়।
১৮২৭ - নিউইয়র্ক রাজ্যে দাসত্ব প্রথার বিলুপ্তি।
১৮২৮ - উইলিয়াম বেন্টিঙ্ক বাংলার গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন।
১৮২৯ - লন্ডনে প্রথম বাস চলাচল শুরু।
১৮৪৮ - কার্ল মার্কস ও ফ্রেডারিখ অ্যাঙ্গেলস কমিউনিস্ট পার্টির ইশতেহার প্রকাশ করেন।
১৮৫৬ - মৌলভি আহমাদ উল্লাহ ও লখনৌর বেগম হজরত মহলের নেতৃত্বাধীন যুদ্ধে ইংরেজদের পরাজয়।
১৮৮১ - ভারতের শিলিগুড়ি ও দার্জিলিংয়ের মধ্যে প্রথম টয়ট্রেন চলাচল শুরু হয়।
১৮৮৬ - ফ্রান্সের জনগণ যুক্তরাষ্ট্রের জনগণকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয়।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
১৯০৪ - পানামা খালের খননকাজ শুরু।
১৯২০ - সিলেটে সিলেট জেলা খেলাফত কমিটি গঠিত হয় এবং হাওয়াপাড়ায় মৌলভি আবদুল্লাহ বিএলের বাসভবনে এর অস্থায়ী অফিসও প্রতিষ্ঠিত হয়।
১৯২৯ - বঙ্গীয় আইন পরিষদের ২৫ জন মুসলিম সদস্য কলকাতায় একটি সম্মেলনে মিলিত হয়েছিলেন।
১৯৩৫ - লন্ডনের কিংসওয়ে শহরের দক্ষিণে অ্যাল্ডউইচ (Aldwitch) এবং দি স্ট্র্যান্ট (The Strant) স্ট্রিটের মাঝামাঝি স্থানের ওয়েস্টমিনস্টারে অবস্থিত বিবিসির সদরদপ্ত র ‘বুশ হাউস’ ভবনটি প্রায় ১৩ বছরের নির্মাণকাল শেষে লর্ড ব্যালফারের নেতৃত্বে উন্মোচন করা হয়।
১৯৪১ - নাৎসি জার্মান বাহিনী পোলিশ বিজ্ঞানী ও লেখকদের হত্যা করে।
১৯৪২ - ফিলিপাইন স্বাধীনতা ঘোষণা করে।
১৯৪৩ - কুর্স্কের যুদ্ধ শুরু হয়। সিঙ্গাপুরের ক্যাথে সিনেমা হলে সুভাষচন্দ্র বসু রাসবিহারী বসুর কাছ থেকে ভারতীয় স্বাধীনতা লীগ ও আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব গ্রহণ করেন।
১৯৪৪ - সুভাষচন্দ্র বসুর বর্মাতে স্মরণীয় আহ্বান—তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।
১৯৪৬ - যুক্তরাষ্ট্র ফিলিপাইনের স্বাধীনতা ফিরিয়ে দিতে বাধ্য হয়।
১৯৪৭ - ইন্ডিয়া ইনডিপেন্ডেন্স অ্যাক্ট খসড়া আকারে ব্রিটিশ কমন্স সভায় উত্থাপিত হয়।
১৯৫১ - চেকোস্লোভাকিয়ার আদালত আমেরিকান সাংবাদিক উইলিয়াম এন ওয়াতিসকে ১০ বছরের সাজা দেন।
১৯৭২ - দুই কোরিয়া পুনরায় একত্রীকরণের লক্ষ্যে প্রথমবারের মতো সরকারিভাবে যৌথ ঘোষণা দেওয়া হয়।
১৯৭৮ - লাতিন আমেরিকান আটটি দেশের আমাজান নদীসংক্রান্ত চুক্তি স্বাক্ষর।
১৯৮২ - ইরানের চারজন কূটনীতিককে লেবাননের মিলিশিয়ারা অপহরণ করেছিল।
১৯৮৭ - প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেট নেওয়ার কৃত্বিত অর্জন করেন কিংবদন্তি অলরাউন্ডার ইমরান খান।
১৯৮৭ - চীনের তেং সিয়াও পিং বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি এরশাদের সঙ্গে সাক্ষাৎ করার সময় দুটি মৌলিক তত্ত্ব উত্থাপন করেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
২০০১ - মাওয়ায় পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০১১ - থাইল্যান্ডের ইতিহাসে ২৬তম ৫০০ আসনের সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
আজ যাদের জন্মতারিখ:
১০৯৫ - উসামা ইবনে মুনকিজ, একজন সিরীয় মুসলিম কবি, লেখক, ফারিস ও কূটনৈতিক।
১৮০৭ - জুসেপ্পে গারিবালদি, আধুনিক ইতালির স্রষ্টা ও এক মহান বিপ্লবী।
১৮৩১- পণ্ডিত রামগতি ন্যায়রত্ন, বাঙ্গলা ভাষা ও বাঙ্গলা সাহিত্যের প্রথম ইতিহাসসহ বহু মূল্যবান গ্রন্থের প্রণেতা বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসংস্কারক।
১৮৭২ - ক্যালভিন কুলিজ্, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩০তম প্রেসিডেন্ট।
১৯১০ - অভিনেত্রী গ্লোরিয়া স্টুয়ার্ট।
১৯১৮ - অ্যালেক বেডসার, ইংল্যান্ড ক্রিকেট দলের মিডিয়াম পেস বোলার।
১৯২৬ - আলফ্রেদো দি স্তেফানো, আর্জেন্টাইন ফুটবলার।
১৯৪৬ - রোনাল্ড লরেন্স কোভিক (রন কভিচ), আমেরিকান যুদ্ধবিরোধী কর্মী, লেখক এবং মার্কিন মেরিন সেনা।
আজ যাদের মৃত্যু হয়:
৯৮৭ - জুমার নামাজের প্রচলিত খুতবা প্রণেতা ইবনে নাবাতা আল খাতিব।
১৮২৬ - জন এডাম্স, মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় প্রেসিডেন্ট।
১৮২৬ - টমাস জেফারসন, মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট।
১৮৩১ - জেমস মন্রো, মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রেসিডেন্ট।
১৮৪৮ - ফরাসি কবি ও লেখক ফ্রান্সোয়া শাতুব্রায়ান।
১৯০১ - ইয়োহানেস শ্মিট, জার্মান ভাষাবিজ্ঞানী।
১৯০২ - স্বামী বিবেকানন্দ, ‘আধুনিক ভারতের স্রষ্টা’, লেখক এবং সন্ন্যাসী পরিব্রাজক।
১৯০৭ - ‘হিতবাদী’ সম্পাদক কালীপ্রসন্ন কাব্যবিশারদ।
১৯২৭ - ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ, বাংলার নবজাগরণের সময়কালে প্রখ্যাত নাট্যকার।
১৯৩৪ - মারি ক্যুরি, নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ।
১৯৩৪ - হিব্রু কবি হাইইম বিয়ালিক।
১৯৪৫ - আশরাফ আলী থানভী, বিংশ শতাব্দীর মুজাদ্দিদ।
১৯৬৩ -পিঙ্গালি ভেঙ্কাইয়া, স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের জাতীয় পতাকার নকশাকার।
১৯৭১ - জো কক্স, দক্ষিণ আফ্রিকার টেস্ট ক্রিকেটার।
১৯৭৪ - জেরুসালেমের গ্র্যান্ড মুফতি আমিন আল হুসাইন।
২০২১ - ‘সালাম সালাম হাজার সালাম’ খ্যাত গীতিকার ও বীর মুক্তিযোদ্ধা ফজল-এ-খোদা।
২০২২ - তরুণ মজুমদার, ভারতীয় বাঙালি চিত্রপরিচালক।