সাবেক ক্রিকেটার ও ব্যবসায়ী আহমেদ রায়হান নিজাম মারা গেছেন
চট্টগ্রামের ঐতিহ্যবাহী নিজাম পরিবারের সদস্য, সাবেক ক্রীড়াবিদ ও বিশিষ্ট ব্যবসায়ী আহমেদ রায়হান নিজাম আর নেই। গত ২৯ জুন যুক্তরাষ্ট্রে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন।
আহমেদ রায়হান ছিলেন চট্টগ্রাম পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান ওবায়দুর রহমান নিজাম (ও আর নিজাম)-এর কনিষ্ঠ পুত্র। তার পিতার নামানুসারে চট্টগ্রাম শহরের একটি প্রধান সড়কের নামকরণ করা হয়েছে ‘ও আর নিজাম রোড’।
ফৌজদারহাট ক্যাডেট কলেজের মেধাবী ছাত্র রায়হান উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে গমন করেন। তিনি রচেস্টার বিশ্ববিদ্যালয় এবং পরে স্ক্র্যান্টন বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
একজন নিবেদিতপ্রাণ ক্রীড়াবিদ হিসেবে তিনি বাংলাদেশের রেলওয়ে দলসহ একাধিক ক্রিকেট দলে খেলেছেন। বিশেষ করে তার বাহাতি স্পিন বোলিংয়ের জন্য তিনি ছিলেন পরিচিত। শিক্ষাজীবন শেষে দেশে ফিরে তিনি পারিবারিক ব্যবসা ‘টার্নার গ্রাহামস (বাংলাদেশ)’-এর ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
মৃত্যুকালে তিনি রেখে গেছেন তার স্ত্রী ড. নাজনীন আনোয়ার (বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা), পুত্র ওমর রাসমান নিজাম ও তার স্ত্রী জেনিফার রেহানা, পুত্র আমের রাজি নিজাম ও তার স্ত্রী ফারিহা আলী এবং কন্যা ফারিয়া সামরিন নিজাম ও তার স্বামী ইকরাম মঈন চৌধুরীসহ নাতনি ইনারা এবং অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী।