শাহবাগে এনসিপির জুলাই প্রদর্শনী চলাকালে ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক
০৩ জুলাই ২০২৫, ২১:৪৪
শেয়ার :
শাহবাগে এনসিপির জুলাই প্রদর্শনী চলাকালে ককটেল বিস্ফোরণ

রাজধানীর শাহবাগ মোড়ে জাতীয় জাদুঘরের সামনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই প্রদর্শনী চলার সময় দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে শাহবাগ মোড়ে এই বিস্ফোরণ ঘটে।  এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে জাতীয় জাদুঘরের সামনে এনসিপির জুলাই প্রদর্শনী চলছিল। প্রদশর্নী শেষ করে একটি মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন এনসিপি নেতাকর্মীরা। এ সময় দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে এসে শাহবাগ মোড়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দিকে পালিয়ে যায়।

ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, কে বা কারা মোটরসাইকেলে করে এসে ককটেলের মতো কিছু বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। শাহবাগ মোড়ে পুলিশ ও ট্রাফিক সার্জেন্ট ছিলেন। কারা এ ঘটনা ঘটিয়েছে, তার খোঁজ নেওয়া হচ্ছে।

এর আগে গতকাল বুধবার রাতে বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের পদযাত্রার প্রদর্শনী গাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা। তার কয়েকদিন আগে একই স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন এর পাশেই ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।