ঢাবিতে দেয়াল চাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ক্যান্টিন সংস্কারে এসে দেয়াল ধসে পড়ে দানী ইসলাম (৫০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলের দিকে ওই দুর্ঘটনা ঘটে।
দানী ইসলাম কিশোরগঞ্জের ইটনা থানার নয়ানগর গ্রামের বাসিন্দা ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ।
জানা যায়, এক ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে ওই নির্মাণশ্রমিক ক্যান্টিন সংস্কারের কাজে এসে দেওয়াল ভাঙতে গিয়ে সেটি তার শরীরের ওপর পড়ে, পরে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার তার মরদেহ ঢামেক মর্গে রয়েছে।
এ বিষয়ে কোনো তদন্ত কমিটি গঠন করা হবে কি না তা জানতে চাইলে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘যেহেতু কাজটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে হয়েছে। তাই আগে দেখি আইবিএ পরিচালক কি ব্যবস্থা গ্রহণ করেন, তারপরে হয়ত বিষয়টি আমরা দেখব।’
এদিকে আইবিএ পরিচালক অধ্যাপক শাকিল হুদার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে, তিনি ফোন রিসিভ করেননি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।