স্কুলছাত্রকে ছুরিকাঘাত করে পালাল চোর, হাসপাতালে গিয়ে মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
০৩ জুলাই ২০২৫, ১৫:৫৭
শেয়ার :
স্কুলছাত্রকে ছুরিকাঘাত করে পালাল চোর, হাসপাতালে গিয়ে মৃত্যু

হবিগঞ্জে চোরের ছুরিকাঘাতে জনি দাশ (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন তার বড় ভাই। আজ বৃহস্পতিবার ভোরে হবিগঞ্জ শহরের ডাকঘর এলাকায় ঘটনাটি ঘটেছে।

নিহত জনি একই এলাকার নরধন দাশের ছেলে। জনি এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ ভোরে জনি দাশ ঘরের দরজায় নড়াচড়ার আওয়াজ পেয়ে ঘুম থেকে জেগে ওঠেন। চোরের আগমন টের পেয়ে তার বড় ভাই কলেজছাত্র সাগর দাশ জয়কে ঘুম থেকে জেগে তুলেন। তারা দুজনে কৌশলে দরজা খুলে বের হয়ে এক চোরকে ধরে ফেলেন। এ সময় দুই ভাইয়ের সঙ্গে চোরের ধস্তাধস্তি হয়।

একপর্যায়ে চোর জনির বুকসহ শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাত করে গুরুত্বর জখম করে পালিয়ে যায়। ছুরিকাঘাতে জনির ভাই সাগরও আহত হন। আহত দুই ভাইকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে জনি দাশকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল সরকার বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরের সঙ্গে ধস্তাধস্তি করতে গিয়ে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতকে আটক করতে অভিযান চলছে। তবে এখনও এ বিষয়ে কোনো মামলা দায়ের হয়নি।’