পশ্চিম তীর দখলের ইসরায়েলি পরিকল্পনার নিন্দা সৌদির

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জুলাই ২০২৫, ১৫:৫০
শেয়ার :
পশ্চিম তীর দখলের ইসরায়েলি পরিকল্পনার নিন্দা সৌদির

অবরুদ্ধ পশ্চিম তীরকে পুরোপুরি দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন একজন ইসরায়েলি মন্ত্রী। তার এই হুমকির তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘ফিলিস্তিনের পশ্চিম তীরের সার্বভৌমত্ব দখলের যে হুমকি ইসরায়েলি কর্মকর্তা দিয়েছেন তার নিন্দা ও প্রতিবাদ জানায় সৌদি আরব।’

গাজায় বর্বরতম হামলার পাশাপাশি গেলো দেড় বছর ধরে ইসরায়েলের আগ্রাসনের টার্গেট হয়েছে পশ্চিম তীরও। গত কয়েকদিনে আরও বেড়েছে উত্তেজনা-ধরপাকড়। এরই মাঝেই পশ্চিম তীর নিয়ে নতুন ছক কষেছে তেলআবিব। দখলকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত করার পরিকল্পনা করছে বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসন। এ বিষয়ে পার্লামেন্টে চিঠি দিয়েছে ক্ষমতাসীন লিকুদ পার্টি। এতে স্বাক্ষরও দিয়েছেন ১৫ এমপি।