অভ্যুত্থানের ১১ মাস পর আরও ৪ হত্যা মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০২ জুলাই ২০২৫, ২১:২৫
শেয়ার :
অভ্যুত্থানের ১১ মাস পর আরও ৪ হত্যা মামলা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন হত্যার অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে আরও চারটি মামলা দায়ের হয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গত ২৭ জুন থেকে ৩০ জুনের মধ্যে মামলাগুলো দায়ের করেন নিহতের স্বজনরা। তবে মামলা দায়েরের বিষয়টি জানা যায় আজ বুধবার। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর আলম।

মামলাগুলোর এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকা-চট্টগ্রাম সহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ও লিংক রোডের জালকুড়ি এলাকায় নিহতদের মধ্যে চারজনের স্বজনরা বাদী হয়ে পৃথক চারটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিহতরা হলেন- পলিথিন কারখানার শ্রমিক আলাউদ্দিন (৩৬), শ্রমিক সুজন খান (২৯), শ্রমিক সেলিম মণ্ডল ও আব্দুস সালাম।

চারটি মামলার তিনটিতে এজাহার নামীয় আসামী থাকলেও একটি মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি। তিন মামলার এজাহার নামীয় আসামীরা হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সাংসদ শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর শাহজালাল বাদল।

এছাড়া প্রতিটি মামলায় রয়েছে অজ্ঞাত আসামী। চারটি মামলায় মোট ৩৮০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

মামলা সূত্রে আরো জানা যায়, গত ২৭ জুন পলিথিন কারখানার শ্রমিক নিহত আলাউদ্দিনের বড় ভাই সিরাজুল ইসলাম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় শামীম ওসমান, আজমেরি ওসমান, অয়ন ওসমান, শাহজালাল বাদলের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আলাউদ্দিন ২০ জুলাই বিকেলে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এদিকে ৩০ জুন আরো তিনটি হত্যা মামলা দায়ের করা হয় সিদ্ধিরগঞ্জ থানায়।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত শ্রমিক সুজন খান (২৯) এর পিতা মুনজিল হোসেন বাদী হয়ে অজ্ঞাত ৭০ থেকে ৮০ জনের নামে হত্যা মামলা দায়ের করেছেন। গত বছরের ১৯ জুলাই রাতে গুলিতে সুজন খান নিহত হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এদিকে গত বছরের ২০ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকার ডাচ বাংলা ব্যাংকে প্রথমে গুলি এবং পরে পুড়িয়ে হত্যার ঘটনায় শ্রমিক সেলিম মণ্ডলের বড় ভাই ওয়াজেদ আলী বাদী হয়ে ৩০ জুন সিদ্ধিরগঞ্জ থানায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খাঁন কামাল, শামীম ওসমান, শাহজালাল বাদল, আজমেররি ওসমান, অয়ন ওসমানসহ অজ্ঞাত আরো ৭০ থেকে ৮০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

একই দিনের একই ঘটনায় নিহত শ্রমিক আব্দুস সালামের ভাই বাদী হয়ে একই ব্যাক্তিদের নামসহ অজ্ঞাত আরো ৬০ থেকে ৭০ জনের নামে আরেকটি হত্যা মামলা দায়ের করেছেন।