নতুন অর্থবছরের প্রথম দিনেই মোংলা বন্দরে ৪ বিদেশি বাণিজ্যিক জাহাজ
২০২৫-২৬ অর্থবছরের প্রথম দিনেই মোংলা বন্দরে নোঙর করেছে চারটি বিদেশি বাণিজ্যিক জাহাজ। পাশাপাশি বন্দরের পোর্ট লিমিট এলাকায় অবস্থান করছে আরও ১৪টি জাহাজ। বছরের প্রথম দিনেই মোংলার এই সরব কার্যক্রমকে সফলতার ধারাবাহিকতা হিসেবে দেখছেন বন্দর সংশ্লিষ্টরা।
বন্দর কর্তৃপক্ষ জানায়, গতকাল সোমবার বন্দরের বিভিন্ন জেটিতে ভিড়েছে চারটি গুরুত্বপূর্ণ জাহাজ। এর মধ্যে ৫ নম্বর জেটিতে ২৯৯ টিইইউজ কনটেইনার নিয়ে ভিড়েছে সিঙ্গাপুর পতাকাবাহী ‘Kota Restu’ (gearless) জাহাজ। ৬ নম্বর জেটিতে রয়েছে চিটাগুড়বাহী পানামার পতাকাবাহী ‘M.T. HaiHong’ জাহাজ। ৭ নম্বর জেটিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মেশিনারিজ নিয়ে এসেছে সিয়েরা লিওন পতাকাবাহী ‘M.V. History Eduard’ এবং ৯ নম্বর জেটিতে পাওয়ার গ্রীড কোম্পানির মেশিনারিজ নিয়ে অবস্থান করছে পানামার ‘M.V. D S Prosperity’ জাহাজ।
আরও পড়ুন:
সরকারকে দীর্ঘমেয়াদি ঋণ দিতে অনীহা ব্যাংকের
এছাড়া মোংলা বন্দরের চ্যানেলের হাড়বাড়িয়ায় আরও ৭টি, বেসক্রিক এলাকায় ২টি এবং এলপিজি জেটিতে ১টি বিদেশি জাহাজ অবস্থান করছে। সব মিলিয়ে বন্দরের পোর্ট লিমিট এলাকায় বর্তমানে ১৪টি বিদেশি বাণিজ্যিক জাহাজ রয়েছে।
আরও পড়ুন:
ফের বাড়ল স্বর্ণের দাম
এই জাহাজগুলোতে রয়েছে রূপপুর প্রকল্প ও পাওয়ার গ্রীড কোম্পানির মেশিনারিজ পণ্য ছাড়াও কয়লা, চিটাগুড়, চাল, সার, ক্লিংকার, এলপিজি, পাথর ও সিমেন্ট তৈরির কাঁচামাল।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে মোংলা বন্দর বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন, কার্গো ও কন্টেইনার হ্যান্ডলিং, গাড়ি আমদানি এবং আয়ের সকল লক্ষ্যমাত্রাই সফলভাবে অতিক্রম করেছে। নতুন অর্থবছরের শুরুতেই বন্দরের এই ব্যস্ততা আগাম সাফল্যের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।